Ajker Patrika

লবণ আমদানির সিদ্ধান্ত থেকে সরে আসুন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬: ০৩
লবণ আমদানির সিদ্ধান্ত থেকে সরে আসুন

বিদেশ থেকে লবণ আমদানির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুতুবদিয়া লবণ ব্যবসায়ী ও চাষিরা। সেই সঙ্গে তাঁরা বাংলাদেশে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা হাসপাতাল গেটে লবণ ব্যবসায়ী ও চাষিদের এক সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, দেশীয় লবণশিল্পকে ধ্বংস করার জন্য কিছু মিল মালিক ও আমলা মিলে সরকারকে ভুল তথ্য দিয়ে লবণ আমদানির পাঁয়তারা করছেন। অনতিবিলম্বে যদি সরকার লবণ আমদানি সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে লবণ উৎপাদন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

সমাবেশে সভাপতির বক্তব্যে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমগীর মাতবর বলেন, কয়েক বছর ধরে প্রান্তিক চাষিরা লবণের ন্যায্যমূল্য পাচ্ছে না। হাজার হাজার মণ লবণ মাটির নিচে অবিক্রীত অবস্থায় পড়ে আছে। এরই মধ্যে নতুন করে আবার লবণ উৎপাদন শুরু হয়েছে।

আজমগীর মাতবর বলেন, লবণ আমদানির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাতিল করে দেশে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

এ সময় আগামী ২৫ নভেম্বর কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে হাজারো লবণচাষিদের বাঁচাতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।

সমাবেশে ব্যবসায়ী নাছির উদ্দিন, মো. বাবুল, নেজাম উদ্দিন, বদি আলম, নজরুল ইসলাম, চাষি এরফান, শাহেদ, আবু তাহেরসহ প্রমুখ বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত