Ajker Patrika

ঝালকাঠিতে হচ্ছে মেডিকেল কলেজ

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৬
ঝালকাঠিতে হচ্ছে মেডিকেল কলেজ

অবশেষে ঝালকাঠিতে স্থাপন করা হচ্ছে মেডিকেল কলেজ। ঝালকাঠি সদর হাসপাতালে মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রস্তাবনা পাঠিয়েছে গণপূর্ত অধিদপ্তর।

ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝালকাঠি গণপূর্ত বিভাগ ইতিমধ্যে মেডিকেল কলেজ নির্মাণের জন্য স্থান নির্বাচন করেছে। ভবনের নকশা তৈরিও করে ফেলেছে। সেই পরিকল্পনাপত্রে জেলা প্রশাসক মো. জোহর আলী অনুস্বাক্ষর করেছেন।’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু পরিকল্পনাপত্রের ডিও লেটারে স্বাক্ষর করেছেন। পরবর্তী প্রক্রিয়ার জন্য পরিকল্পনাপত্রটি গণপূর্ত অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে ঝালকাঠি সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয়। ২০২১ সাল পর্যন্ত ৫০ শয্যার জনবল দিয়ে চলে হাসপাতালের কার্যক্রম। ২০২২ সালে জনবল নিয়োগের অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ২০১৮ সালের ১১ আগস্ট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের বহুতল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে।

গণপূর্ত কার্যালয় সূত্রে জানা গেছে, ১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের পেছনের জমিতে মেডিকেল কলেজ স্থাপনের জন্য ১২ তলা ভবন তৈরি করা হবে। ভবন নির্মাণ কমিটি সরেজমিনে জায়গা পরিদর্শন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত