Ajker Patrika

নারীর প্রতি সহিংসতা বন্ধে সভা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৭
নারীর প্রতি সহিংসতা বন্ধে সভা

নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিষয়ে ইউনিয়ন পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

নারী মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। কুমারখালী উপজেলার নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা বিলকিস আক্তার, সোশ্যাল সাপোর্ট কমিটির সাধারণ সম্পাদক, ডাক্তার অরুণ বিশ্বাস জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণির জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভার উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ‘নারী ও কন্যাদের অধিকার ও নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র সকল জায়গায় নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য নারীদের সংগঠিত হয়ে কাজ করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘স্থানীয় সরকার যদি বাল্যবিবাহ বন্ধ করার জন্য এগিয়ে আসে তাহলে বাল্যবিবাহ বন্ধ করা সহজ হবে, নির্যাতনের সংখ্যা কমে আসবে এবং কাজগুলিদৃশ্যমান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত