Ajker Patrika

প্রতিবন্ধী হত্যা মামলায় আটক ১০, অস্ত্র উদ্ধার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ১৬
প্রতিবন্ধী হত্যা মামলায় আটক ১০, অস্ত্র উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে বুদ্ধিপ্রতিবন্ধী মনির শেখ হত্যা মামলায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

গত বুধবার গভীর রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা-পুলিশ তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি কাটা রাইফেল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গত ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে একটি পরিত্যক্ত ঘর থেকে জবাই করা অবস্থায় মনির শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মনির শেখ (৩০) উপজেলার শাসন গ্রামের মজিদ শেখের ছেলে। সে বুদ্ধিপ্রতিবন্ধী হলেও পেশায় কৃষক ছিলেন।

আটক ১০ জন হলেন, ইকলাস শেখ (৩০), আল-আমিন শরীফ (৪০), জাহিদ শেখ (৪৫), জাহিদ শরীফ (৪৪), ইকবাল মোল্লা (৩৭), রেজওয়ান শেখ ওরফে প্রকাশ কালন (২২), মান্নান মোল্লা (২১), অহিদ ভূঁইয়া (৫০), মনির মোল্লা (৬৫) এবং আশিক শেখ (২০)। এঁদের সবার বাড়ির উপজেলার শাসন গ্রামে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১০ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি কাটা রাইফেল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মনির শেখ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে কী কারণে মনিরকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

ওসি সোমেন দাস আরও বলেন, আটক ১০ জন মনির হত্যা মামলার আসামি। এ ছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তাঁদের বাগেরহাট আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শাসন গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মনির শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কুপিয়ে এবং জবাই করে মনিরকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় মনির শেখের ভাই কবির শেখ বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় ১০ জনকে আটক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত