Ajker Patrika

ছুরিকাঘাতে প্রাণ গেল ভগ্নিপতির

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮: ০২
ছুরিকাঘাতে প্রাণ গেল ভগ্নিপতির

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনের খিচুড়ি নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সোলাইমান (২২) নামে এক ব্যক্তির ছুরিকাঘাতে মো. রুমান মিয়া (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত রুমান উপজেলার বাঘবেড় ইউনিয়নের বালুরচর গ্রামের আজিজুল হকের ছেলে। অভিযুক্ত সোলাইমান নিহত রুমানের ছোট বোনের স্বামী। সোলাইমান একই গ্রামের মো. জহুরুলের ছেলে।

এ ব্যাপারে নিহতের বাবা আজিজুল হক গত শনিবার রাত ১১টার দিকে নালিতাবাড়ী থানায় অভিযুক্ত মো. সোলাইমান (২২) সহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বালুরচর গ্রামে গত শনিবার বিকেলে নির্বাচনের খিচুড়ি নিয়ে মো. রুমানের ভাতিজি শিশু বর্ষার (৬) সঙ্গে অভিযুক্ত সোলাইমানের চাচাতো ভাই শিশু মমিনের (৩) ঝগড়া হয়। এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়।

পরে সন্ধ্যায় রুমান মোটরসাইকেল নিয়ে বাঘবেড় বাজারে যেতে বাড়ি থেকে বের হন। তখন সোলাইমান পথরোধ করে ছুরি দিয়ে রুমানকে আঘাত করে।

এ সময় গুরুতর আহত অবস্থায় রুমান রাস্তায় পড়ে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গত শনিবার রাত ১১টার দিকে রুমানের বাবা আজিজুল হক বাদী হয়ে থানায় অভিযুক্ত সোলাইমানকে প্রধান আসামি করে তার বাবা জহুরুল হক ও চাচা ও চাচিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। রাতে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাফিজ সুমন বলেন, নিহত রুমানের শরীরে ছুরির আঘাত চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, শিশুদের ঝগড়া নিয়ে বড়রা জড়িয়ে পড়েন।

এই ঝগড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রুমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত