ত্রিশাল প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান চালানো হয়েছে। গতকাল সোমবার ত্রিশাল বাসস্ট্যান্ডে এ অভিযান চালায় থানা-পুলিশ।
এ সময় বেশ কিছু নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন।
পথচারী মাসুদ রানা বলেন, মহাসড়কে এই অবৈধ তিন চাকার যানবাহনের কারণে যানজট ও দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এ অভিযান অব্যাহত থাকলে মহাসড়কে যানজট ও দুর্ঘটনার পরিমাণ কমবে।
আরেক পথচারী শিক্ষার্থী আছিয়া আক্তার বলেন, মহাসড়কের এই মোড়ে আগে এই সিএনজি অটোরিকশাগুলো দাঁড়িয়েই যাত্রী ওঠাত, এতে যানজট লেগেই থাকত। দূরপাল্লার যানবাহনগুলো এবং অন্যান্য যানবাহন এই জট পাড়ি দিতে তীক্ষ্ণ হর্ন অনবরত বাজাত। এতে চরম মাত্রার শব্দ দূষণ সৃষ্টি হত। আমরা চাইব সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকুক।
এ বিষয়ে ওসি মাইন উদ্দিন বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ত্রিশাল থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ত্রিশালের সড়ক, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে যানজট নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন আইন-২০১৮ প্রয়োগ, আইন ভঙ্গকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নিয়মিত টহল ও অবৈধ থ্রি-হুইলার মহাসড়কে চলাচল বন্ধে অভিযান করে যাচ্ছে ত্রিশাল থানা-পুলিশ।
এ ছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহনে আহত যাত্রীকে স্বল্প সময়ের মধ্যে ফার্স্ট এইড সেবা প্রদান, হাসপাতালে পৌঁছাতে সহায়তা ও ক্ষতিগ্রস্ত যান উদ্ধার কার্যক্রম করে যাচ্ছে ত্রিশাল থানা-পুলিশ। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধসহ অন্যান্য অপরাধ তৎপরতা কমাতেও কাজ করছে ত্রিশাল থানা-পুলিশ। মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়মিত সভা-সমাবেশ করার মাধ্যমে এ বিষয়ে তাঁদের সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান চালানো হয়েছে। গতকাল সোমবার ত্রিশাল বাসস্ট্যান্ডে এ অভিযান চালায় থানা-পুলিশ।
এ সময় বেশ কিছু নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন।
পথচারী মাসুদ রানা বলেন, মহাসড়কে এই অবৈধ তিন চাকার যানবাহনের কারণে যানজট ও দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এ অভিযান অব্যাহত থাকলে মহাসড়কে যানজট ও দুর্ঘটনার পরিমাণ কমবে।
আরেক পথচারী শিক্ষার্থী আছিয়া আক্তার বলেন, মহাসড়কের এই মোড়ে আগে এই সিএনজি অটোরিকশাগুলো দাঁড়িয়েই যাত্রী ওঠাত, এতে যানজট লেগেই থাকত। দূরপাল্লার যানবাহনগুলো এবং অন্যান্য যানবাহন এই জট পাড়ি দিতে তীক্ষ্ণ হর্ন অনবরত বাজাত। এতে চরম মাত্রার শব্দ দূষণ সৃষ্টি হত। আমরা চাইব সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকুক।
এ বিষয়ে ওসি মাইন উদ্দিন বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ত্রিশাল থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ত্রিশালের সড়ক, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে যানজট নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন আইন-২০১৮ প্রয়োগ, আইন ভঙ্গকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নিয়মিত টহল ও অবৈধ থ্রি-হুইলার মহাসড়কে চলাচল বন্ধে অভিযান করে যাচ্ছে ত্রিশাল থানা-পুলিশ।
এ ছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহনে আহত যাত্রীকে স্বল্প সময়ের মধ্যে ফার্স্ট এইড সেবা প্রদান, হাসপাতালে পৌঁছাতে সহায়তা ও ক্ষতিগ্রস্ত যান উদ্ধার কার্যক্রম করে যাচ্ছে ত্রিশাল থানা-পুলিশ। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধসহ অন্যান্য অপরাধ তৎপরতা কমাতেও কাজ করছে ত্রিশাল থানা-পুলিশ। মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়মিত সভা-সমাবেশ করার মাধ্যমে এ বিষয়ে তাঁদের সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫