Ajker Patrika

উপকূল জলবায়ু গবেষণা কেন্দ্রের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৩৭
উপকূল জলবায়ু গবেষণা কেন্দ্রের উদ্বোধন

দেশের উপকূল অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত গবেষণা কেন্দ্রটি সাতক্ষীরায় স্থাপন করা হয়েছে। উপকূলের জীবন-জীবিকা, মানববসতি ও কৃষির ওপর জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়ছে, তার তথ্য-উপাত্ত সংগ্রহে কাজ করবে কেন্দ্রটি।

গত রোববার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের বেসরকারি সংস্থা ‘লিডার্স’-এর ব্যবস্থাপনায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির ‘জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্র’ নামের এই গবেষণা কেন্দ্রটি উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘সুন্দরবনের নানা তথ্য-উপাত্ত, বনজ ও প্রাণিসম্পদ, পানি ও অন্যান্য বিষয়ের ওপর গবেষণার পর্যাপ্ত সুযোগ থাকবে এখানে। এ অঞ্চলে বসবাসকারী দুর্যোগ কবলিত মানুষেরা এ গবেষণাকেন্দ্র দ্বারা উপকৃত হবে।’

তিনি আরও বলেন, ‘গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। এর সঙ্গে যুক্ত হয়ে দেশি ও বিদেশি আগ্রহী ব্যক্তিরা গবেষণায় মনোনিবেশ করলে তা উদ্ভাবনী কাজে যেমন ব্যবহৃত হবে, তেমনি উপকূল সুরক্ষায় তা ভূমিকা রাখতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত