ধামরাই (ঢাকা) প্রতিনিধি
২২ বছর পর গত শুক্রবার রাতে ঘোষণা করা হয় ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি। কমিটির সভাপতি করা হয় জামিল হোসেনকে। তবে পদবঞ্চিতদের অভিযোগ—তিনি বিবাহিত, মাদক কারবারি ও ছাত্রদল করতেন। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে ১০ লাখ টাকার বিনিময়ে সভাপতি করেছেন। এ ছাড়া চুরির মামলার আসামিদেরও এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং কমিটি বাতিলের দাবিতে গতকাল শনিবার দুপুরে ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঝাড়ু মিছিল করেন পদবঞ্চিত নেতারা। পরে তাঁরা সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করলে আমরণ অনশনের ঘোষণা দেবেন।
উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের অভিযোগ, জামিল হোসেনকে ১০ লাখ টাকার বিনিময়ে উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ দেওয়া হয়েছে। চুরি মামলার আসামি, কখনো তাকে মাঠে দেখা যায়নি। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ছাত্রত্ব নেই এমন লোকদের পদ দিয়ে থাকেন টাকার বিনিময়ে। কিছুদিন আগেও বাবলী আক্তার নামের একজনকে ছাত্রলীগে পদ পাইয়ে দেন সভাপতি ও সাধারণ সম্পাদক। তাঁরা পকেট কমিটি গঠন করেন কোনো সম্মেলন ছাড়াই।
ধামরাই সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমি দলের জন্য কি না করেছি। আজকে আমার কাছ থেকেও সাইদুল চার লাখ টাকা নিয়েছেন সভাপতি পদ দেবেন বলে। চার লাখ নেওয়ার পরে আবার বলেন আরও ছয় লাখ টাকা লাগবে।
১৫ লাখ টাকা নিয়ে বসে আছে একজন। আমি তখন বলে দিছি, ছাত্রলীগ করি বাবার টাকা খরচ করে। যা দিয়েছি সেটাই অনেক।’ হাবিব আরও বলেন, ‘টাকা দিতে পারিনি বলে আমি পদ পাইনি। আমার কাছ থেকে যে চার লাখ টাকা নিছেন, তা-ও ফেরত দিচ্ছেন না। টাকা চাইলে বলেন, তুমি যা ইচ্ছে কর। টাকা পাইবা না। আমি নিজেও সভাপতি হয়েছি ৬০ লাখ টাকা দিয়ে। টাকা না থাকলে ছাত্রলীগ করতে পারবা না।’
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল বলেন, ‘আমার কাছে পাঁচ লাখ টাকা চেয়েছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। আমি ছাত্র, টাকা কী করে দেব? টাকা দিতে পারিনি বলে পদ পাইনি। যারা কোনো দিন ছাত্রলীগকরেনি, কোনো মিটিং-মিছিলে কেউ দেখেনি, তাদের পদ দিয়েছে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।’ তিনি আরও বলেন, মোটা টাকার বিনিময়ে কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই রাতের আঁধারে ছাত্রদল নেতা জামিলকে সভাপতি ও চুরি মামলার আসামি মাহবুব রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ধামরাই পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধ শতাধিক ছাত্রলীগের কর্মী উপস্থিত ছিলেন। এই বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। বন্ধ পাওয়া গেছে সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মোবাইল ফোন।
প্রসঙ্গত, প্রায় ২২ বছর ধরে ছাত্রলীগের কোনো কমিটি নেই ধামরাই উপজেলায়। একাধিক বার নতুন কমিটির জন্য সভা-সমাবেশ হলেও কমিটি হয়নি। আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে গত তিন বছর। শুক্রবার রাতে ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
২২ বছর পর গত শুক্রবার রাতে ঘোষণা করা হয় ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি। কমিটির সভাপতি করা হয় জামিল হোসেনকে। তবে পদবঞ্চিতদের অভিযোগ—তিনি বিবাহিত, মাদক কারবারি ও ছাত্রদল করতেন। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে ১০ লাখ টাকার বিনিময়ে সভাপতি করেছেন। এ ছাড়া চুরির মামলার আসামিদেরও এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং কমিটি বাতিলের দাবিতে গতকাল শনিবার দুপুরে ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঝাড়ু মিছিল করেন পদবঞ্চিত নেতারা। পরে তাঁরা সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করলে আমরণ অনশনের ঘোষণা দেবেন।
উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের অভিযোগ, জামিল হোসেনকে ১০ লাখ টাকার বিনিময়ে উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ দেওয়া হয়েছে। চুরি মামলার আসামি, কখনো তাকে মাঠে দেখা যায়নি। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ছাত্রত্ব নেই এমন লোকদের পদ দিয়ে থাকেন টাকার বিনিময়ে। কিছুদিন আগেও বাবলী আক্তার নামের একজনকে ছাত্রলীগে পদ পাইয়ে দেন সভাপতি ও সাধারণ সম্পাদক। তাঁরা পকেট কমিটি গঠন করেন কোনো সম্মেলন ছাড়াই।
ধামরাই সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমি দলের জন্য কি না করেছি। আজকে আমার কাছ থেকেও সাইদুল চার লাখ টাকা নিয়েছেন সভাপতি পদ দেবেন বলে। চার লাখ নেওয়ার পরে আবার বলেন আরও ছয় লাখ টাকা লাগবে।
১৫ লাখ টাকা নিয়ে বসে আছে একজন। আমি তখন বলে দিছি, ছাত্রলীগ করি বাবার টাকা খরচ করে। যা দিয়েছি সেটাই অনেক।’ হাবিব আরও বলেন, ‘টাকা দিতে পারিনি বলে আমি পদ পাইনি। আমার কাছ থেকে যে চার লাখ টাকা নিছেন, তা-ও ফেরত দিচ্ছেন না। টাকা চাইলে বলেন, তুমি যা ইচ্ছে কর। টাকা পাইবা না। আমি নিজেও সভাপতি হয়েছি ৬০ লাখ টাকা দিয়ে। টাকা না থাকলে ছাত্রলীগ করতে পারবা না।’
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল বলেন, ‘আমার কাছে পাঁচ লাখ টাকা চেয়েছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। আমি ছাত্র, টাকা কী করে দেব? টাকা দিতে পারিনি বলে পদ পাইনি। যারা কোনো দিন ছাত্রলীগকরেনি, কোনো মিটিং-মিছিলে কেউ দেখেনি, তাদের পদ দিয়েছে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।’ তিনি আরও বলেন, মোটা টাকার বিনিময়ে কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই রাতের আঁধারে ছাত্রদল নেতা জামিলকে সভাপতি ও চুরি মামলার আসামি মাহবুব রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ধামরাই পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধ শতাধিক ছাত্রলীগের কর্মী উপস্থিত ছিলেন। এই বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। বন্ধ পাওয়া গেছে সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মোবাইল ফোন।
প্রসঙ্গত, প্রায় ২২ বছর ধরে ছাত্রলীগের কোনো কমিটি নেই ধামরাই উপজেলায়। একাধিক বার নতুন কমিটির জন্য সভা-সমাবেশ হলেও কমিটি হয়নি। আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে গত তিন বছর। শুক্রবার রাতে ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫