Ajker Patrika

সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১২: ০২
সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ও জেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এ সভা হয়। এবারের প্রতিপাদ্য-‘ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি’।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।

সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দৃষ্টি প্রতিবন্ধীরা যোগ্যতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করছেন। সবার আন্তরিকতা ও সহযোগিতাই তাঁদের এগিয়ে নিয়ে যেতে পারে।

এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার কনসালট্যান্ট রাশেদুল কবির, এনজিও সংস্থা স্বনির্ভরের নির্বাহী পরিচালক এস. এ শাহীন, আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনা আক্তারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল স্মার্ট সাদাছড়ি ও আর্থিক অনুদান দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত