Ajker Patrika

শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ গঠন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ মে ২০২২, ১৫: ০৭
শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ গঠন

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলায় ৭২ বছর বয়সী এক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ মো. জামিউল হায়দারের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। মামলার আসামি নির্মল চন্দ্র আইস।

বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান আজকের পত্রিকাকে বলেন, আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। আসামি তাঁর জামিন স্থায়ী করার আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।

২০২০ সালের ৪ মে নগরীর আকবর শাহ থানা এলাকায় পাঁচ বছরের এক মেয়ে শিশুকে পরোটা ও চকলেট খাওয়ানোর কথা বলে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির মা বাসা-বাড়িতে কাজ করে আর বাবা রিকশাচালক। ধর্ষণের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। আকবর শাহ থানার পুলিশ আসামি নির্মল চন্দ্র আইসকে গ্রেপ্তার করে।

মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এতে বলা হয়, একই বছর ২২ জুলাই নগরের বায়েজীদ বোস্তামী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া ট্যাক্সিচালক সিরিয়াল ধর্ষক বেলাল হোসেন শিশুটিকে ধর্ষণ করেছিল। তার মৃত্যু হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।

এরপর শিশুটির পরিবারকে আইনি সহায়তা দানকারী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) আদালতে পুলিশের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেয়। আদালতের নির্দেশে আবারও তদন্ত করে আগের প্রতিবেদনই অনুসরণ করে গত বছরের ২০ নভেম্বর ডিবি একই রকম প্রতিবেদন দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত