Ajker Patrika

প্রার্থিতা ফিরে পেলেন এক চেয়ারম্যান প্রার্থী

তারাকান্দা প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৭: ১৮
প্রার্থিতা ফিরে পেলেন এক চেয়ারম্যান প্রার্থী

তারাকান্দায় অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কামারগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী নাঈমুর রহমান (উজ্জ্বল) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন ফরম বহাল রাখার ঘোষণা দেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান পদে ৭০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩৪ জন ও সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। গত ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটির কারণে সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং কর্মকর্তা দুই চেয়ারম্যান ও একজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন।

পরে প্রার্থিতা ফিরে পেতে নাঈমুর রহমান জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করেন। শুনানি শেষে বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন ফরম বহাল রাখার ঘোষণা দেন।

নাঈমুর রহমান উজ্জ্বল বলেন, গত ২৯ তারিখ যাচাই-বাছাইয়ে চেয়ারমানের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করে। পরে আপিল করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈধ বলে ঘোষণা করেছে। এখন নির্বাচনে অংশ গ্রহণ করতে আমার আর বাধা নেই।

তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম সাইদুজ্জামান প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন তাঁর নির্বাচনে অংশগ্রহণ করতে আর কোনো বাধা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত