Ajker Patrika

দুর্যোগ প্রস্তুতির কৌশল জানল সাধারণ মানুষ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪: ২৫
দুর্যোগ প্রস্তুতির কৌশল জানল সাধারণ মানুষ

‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকান্ডবিষয়ক মহড়া, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।

ময়মনসিংহ: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের উপপরিচালক আব্দুল মমিন বলেছেন, ‘প্রশিক্ষণ কঠিন কাজকে সহজ করে তুলে। তাই বিপদ থেকে রক্ষা পেতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রতিটি যুবকের জন্য প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।’ গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিভাগীয় দপ্তরে স্বেচ্ছাসেবকদের জন্য প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে শোভাযাত্রা ফায়ার সার্ভিস কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

হালুয়াঘাট: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ আয়োজন করে। ইউএনও মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কবিরুল ইসলাম বেগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন প্রমুখ।

ঈশ্বরগঞ্জ: দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরগঞ্জে। গতকাল বৃহস্পতিবার সকালে সোহাগি ইউনিয়নের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোসা. হাফিজা জেসমিন। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুল ইসলাম খান সুরুজ প্রমুখ।

গৌরীপুর: গৌরীপুরে এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া। ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় পাবলিক হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।

ধোবাউড়া: উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক বিষয়ে সচেতনতামূলক প্রদর্শনী করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও ফৌজিয়া নাজনীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসেন উজ্জ্বল, ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা লায়লী বেগম প্রমুখ।

নান্দাইল: গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়ায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া প্রমুখ। এ সময় ফায়ার সার্ভিসের আয়োজনে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

ভালুকা: উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল দুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা মহড়া ও শোভাযাত্রা করা হয়েছে। এতে অংশ নেন ইউএনও সালমা খাতুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আল মামুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত