Ajker Patrika

নগরে দফায় দফায় চলছে প্রস্তুতি সভা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ৪২
নগরে দফায় দফায় চলছে প্রস্তুতি সভা

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ আগামী ৩ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে মঙ্গলবার বরিশালে বিভাগীয় সমাবেশ হয়নি। সমাবেশের প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ থাকায় এটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন। সমাবেশ সফল করতে দফায় দফায় চলছে প্রস্তুতি সভা।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানান, বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সহসভাপতি ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। তারা সমাবেশ করার অনুমতিও পেয়েছেন।

মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির অবশ্য বলেছেন তাঁরা ২ ডিসেম্বর সমাবেশ করতে চেয়েছিলেন। ওই দিন পার্বত্য শান্তি চুক্তি দিবসে বরিশালে আওয়ামী লীগের কর্মসূচি থাকায় বিএনপি ৩ ডিসেম্বর বিভাগীয় সমাবেশ করবে। জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার। করোনায় প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কায় স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার অন্য বিভাগীয় শহরগুলোতে বিএনপি সমাবেশ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...