Ajker Patrika

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১২: ৪৩
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ফরিদ আহম্মেদ বলেন, সরকারের ভেতর কোনো জবাবদিহি না থাকায় প্রধানমন্ত্রী বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই সরকারের মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছি।

গতকাল বুধবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরের অশ্বিনীকুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ফজলুল কবির জুয়েল, সাইদুর রহমান মামুন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আমিনুল ইসলাম লিপন, মহানগর সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু প্রমুখ।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকে নগরী ও বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত