ডা. তাওহিদা রহমান ইরিন
শিশুদের কাপড় ও জুতা থেকে অ্যালার্জি হয়, যাকে কন্টাক্ট ডর্মাটাটিস বলে। কাপড় থেকে যে অ্যালার্জি হয় তাকে টেক্সটাইল অ্যালার্জি বলা হয়। সাধারণত পলিয়েস্টার নাইলন টাইট ফিট কাপড় পরলে শরীরের বগল বা কনুইয়ের মতো যে ভাঁজগুলো আছে, সেগুলোতে র্যাশ বা চুলকানি হওয়া কিংবা ওই জায়গাগুলো লাল হয়ে যাওয়া বা পানিযুক্ত দানা ও পরে পুঁজ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। যেসব শিশুর অ্যাপোটিক ডর্মাটাটিস আছে, তাদের এই টেক্সটাইল ডর্মাটাটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। সে ক্ষেত্রে নরম সুতির ঢিলেঢালা কাপড় পরানো উচিত। কাপড়ের ডাই, কালার ফেব্রিক থেকেও অ্যালার্জি হতে পারে। প্যান্ট বা জামায় থাকা নিকেলের বোতাম, চেইন বা রিং হুক থেকেও কন্টাক্ট ডর্মাটাটিস হতে পারে। তাই এসব থেকে শিশুকে সাবধানে রাখতে হবে।
কাপড়ের পরে আসে জুতা। সাধারণত রাবার বা জুতায় কোনো অ্যাডহিসিভ থাকলে বা লেদারের জুতা থেকেও শিশুদের কন্টাক্ট ডর্মাটাটিস হতে পারে। সে ক্ষেত্রে কন্টাক্ট ডর্মাটাটিসের লক্ষণগুলো ফুটে উঠবে।
চিকিৎসা
অনেক সময় প্যাঁচ টেস্ট করে দেখা যেতে পারে শিশুর কোনটিতে অ্যালার্জি।
চুলকানি উপশমের জন্য সাধারণত মুখে খাওয়ার জন্য অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ দেওয়া হয়। যদি কোনোরকম সংক্রমণ থাকে সে ক্ষেত্রে মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে এবং ব্যবহারের জন্য স্টেরয়েড, ট্যাকরোলিমাস, পিম্যাকরোলিমাস এসব ওষুধ দেওয়া হয়। আর যদি সেকেন্ডারি ইনফেকশন হয়ে থাকে, সে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্টও দেওয়া হয়ে থাকে। শিশুর অনেক সময় মোজা থেকেও কন্টাক্ট ডর্মাটাটিস হতে পারে। তাই জুতা-মোজা ও কাপড় নির্বাচনে হতে হবে সাবধানি।
শিশুদের কাপড় ও জুতা থেকে অ্যালার্জি হয়, যাকে কন্টাক্ট ডর্মাটাটিস বলে। কাপড় থেকে যে অ্যালার্জি হয় তাকে টেক্সটাইল অ্যালার্জি বলা হয়। সাধারণত পলিয়েস্টার নাইলন টাইট ফিট কাপড় পরলে শরীরের বগল বা কনুইয়ের মতো যে ভাঁজগুলো আছে, সেগুলোতে র্যাশ বা চুলকানি হওয়া কিংবা ওই জায়গাগুলো লাল হয়ে যাওয়া বা পানিযুক্ত দানা ও পরে পুঁজ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। যেসব শিশুর অ্যাপোটিক ডর্মাটাটিস আছে, তাদের এই টেক্সটাইল ডর্মাটাটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। সে ক্ষেত্রে নরম সুতির ঢিলেঢালা কাপড় পরানো উচিত। কাপড়ের ডাই, কালার ফেব্রিক থেকেও অ্যালার্জি হতে পারে। প্যান্ট বা জামায় থাকা নিকেলের বোতাম, চেইন বা রিং হুক থেকেও কন্টাক্ট ডর্মাটাটিস হতে পারে। তাই এসব থেকে শিশুকে সাবধানে রাখতে হবে।
কাপড়ের পরে আসে জুতা। সাধারণত রাবার বা জুতায় কোনো অ্যাডহিসিভ থাকলে বা লেদারের জুতা থেকেও শিশুদের কন্টাক্ট ডর্মাটাটিস হতে পারে। সে ক্ষেত্রে কন্টাক্ট ডর্মাটাটিসের লক্ষণগুলো ফুটে উঠবে।
চিকিৎসা
অনেক সময় প্যাঁচ টেস্ট করে দেখা যেতে পারে শিশুর কোনটিতে অ্যালার্জি।
চুলকানি উপশমের জন্য সাধারণত মুখে খাওয়ার জন্য অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ দেওয়া হয়। যদি কোনোরকম সংক্রমণ থাকে সে ক্ষেত্রে মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে এবং ব্যবহারের জন্য স্টেরয়েড, ট্যাকরোলিমাস, পিম্যাকরোলিমাস এসব ওষুধ দেওয়া হয়। আর যদি সেকেন্ডারি ইনফেকশন হয়ে থাকে, সে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্টও দেওয়া হয়ে থাকে। শিশুর অনেক সময় মোজা থেকেও কন্টাক্ট ডর্মাটাটিস হতে পারে। তাই জুতা-মোজা ও কাপড় নির্বাচনে হতে হবে সাবধানি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫