Ajker Patrika

পূজামণ্ডপে নিরাপত্তা রক্ষায় মতবিনিময় সভা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩০
পূজামণ্ডপে নিরাপত্তা রক্ষায় মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে কুষ্টিয়া জেলার সব পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইনসে পুলিশ সুপারের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পূজা উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে কুষ্টিয়া জেলার সব পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে পুলিশের পক্ষ থেকে করণীয় সব ধরনের পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়।

এ সময় পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে গত মঙ্গলবার রাতে কুষ্টিয়ার আড়ুয়াপাড়া আইকা যুবসংঘের ব্যানারে নির্মাণাধীন মণ্ডপের বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত