Ajker Patrika

৩৩ ইউপির তফসিল ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১২: ২৮
৩৩ ইউপির তফসিল ঘোষণা

তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার ৩৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এ ধাপে জেলার নবীনগর উপজেলায় ১৩, বাঞ্ছারামপুরে ১১ ও সরাইলে ৯ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

এর আগে প্রথম ধাপে সারা দেশে ২১ জুন ২০৪টি ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির ভোট হবে আগামী ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া যে সকল ইউনিয়নে ভোট গ্রহণ হবে,

সরাইল উপজেলার-সরাইল সদর, পানিশ্বর উত্তর, চুন্টা, অরুয়াইল, পাকশিমুল, শাহবাজপুর, শাহাজাদাপুর, নোয়াগাঁও ও কালিকচ্ছ। নবীনগর উপজেলায়-বীরগাঁও, নবীনগর (পূর্ব), নবীনগর (পশ্চিম), শ্রীরামপুর, ইব্রাহিমপুর, লাউরফতেহ পুর, জিনদপুর, সাতমোড়া, রছুল্লাহবাদ, শ্যামগ্রাম, বড়িকান্দি, ছলিমগঞ্জ ও রতনপুর। বাঞ্ছারাপুর উপজেলায়-তেজখালি, পাহাড়িয়াকান্দি, সোনারামপুর, দরিকান্দি, ছয়ফুল্লাকান্দি, বাঞ্ছারামপুর উত্তর, ফরদাবাদ, রুপসদি, ছলিমাবাদ, উচানচর পূর্ব ও মানিকপুর ইউনিয়ন।

এই ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, তৃতীয় ধাপে ৩৩ ইউপিতে নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। দ্রুত প্রতিটি ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত