নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘হ্যারা সব বন্ধ কইরা দিয়া আনন্দ র্যালি করলেই পারত। শুধু শুধু এত পরীক্ষার্থীকে কষ্ট দেওয়ার মানে কি?’ রাজধানীর সিটি কলেজের সামনে ঘণ্টাখানেক যানজটে আটকে থাকার পর কথাগুলো বলছিলেন মোহাম্মদপুর থেকে আজিমপুরগামী ১৩ নম্বর বাসের এক চালক।
দিলরুবা আক্তার নামের এক চাকরিপ্রার্থী বলছিলেন, ‘গত সপ্তাহে বাস না থাকায় পরীক্ষা মিস করছি। আর আজ আনন্দ র্যালির জন্য আমাদের পরীক্ষা দেওয়া হইলো না।’ শুধু দিলরুবা নন, তাঁর মতো অনেক শিক্ষার্থী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালির কারণে চাকরির পরীক্ষা দিতে পারেননি।
একই সময়ে একাধিক পরীক্ষার সঙ্গে চাকরিপ্রত্যাশীদের কাছে নতুন আতঙ্ক হয়ে উঠেছে সপ্তাহের শেষ দিনে পড়ে যাওয়া নানা কর্মসূচি। গত সপ্তাহে পরিবহন ধর্মঘটের কারণে সারা
দেশে হাজার হাজার প্রার্থী চাকরির পরীক্ষায় অংশ নিতে পারেননি। আর এ সপ্তাহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালির কারণে দুর্ভোগে পড়লেন তাঁরা।
কিশোরগঞ্জ থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের পরীক্ষায় অংশ নিতে গতকাল ভোরে ঢাকায় এসেছিলেন শর্মীলি আক্তার। কিন্তু যানজটের কবলে পড়ে দফায় দফায় বাস, রিকশা ও বাইকে উঠেও পরীক্ষা দেওয়া হয়নি তাঁর।
সোহেল আহমেদ নামের আরেক প্রার্থী বলেন, ‘১০টায় পরীক্ষা ছিল। বাসে বইসাই দেখি ১০টা ১০ বাইজা গেছে। তাই পরীক্ষাটা আর দেওয়া হইলো না। ওদের আনন্দ মিছিলে আমাদের স্বপ্ন পুইড়া ছাই হইলো।’
গতকাল নয়টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পাঁচটি সকালে, চারটি বিকেলে। সকালে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরীক্ষা। আর বিকেলে নেওয়া হয় প্রবাসীকল্যাণ ব্যাংক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরীক্ষা।
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকায় আনন্দ র্যালির করেছে যুবলীগ। সকাল ১১টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে র্যালি শুরু হয়। শেষ হয় ধানমন্ডির ৩২ নম্বরে এসে।
অবশ্য কর্মসূচি ঘোষণার দিন যুবলীগের পক্ষ থেকে বলা হয়েছিল, মানুষের দুর্ভোগের কথা ভেবে সংগঠনের পক্ষ থেকে শুক্রবার র্যালি করা হবে। ভোগান্তির বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অন্তত তিনজন নেতার সঙ্গে কথা বলে আজকের পত্রিকা। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, র্যালি যুবলীগের ঐতিহ্য। অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা দিতে এটা করা দরকার ছিল। তবু মানুষের ভোগান্তির জন্য তাঁরা দুঃখিত। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে ফোন করলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
চাকরিপ্রার্থীদের ভোগান্তির তালিকায় প্রতি সপ্তাহেই যুক্ত হচ্ছে নতুন সব কারণ। এ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা চাকরিপ্রত্যাশীদের নতুন করে হতাশার মধ্যে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে যে পরীক্ষাগুলো হয়, সেগুলো অনিয়ম ও দুর্নীতিমুক্ত বলে ধরে নিয়েছিলেন চাকরিপ্রত্যাশীরা। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হচ্ছে। আর প্রশ্ন ফাঁস হওয়ায় ৬ নভেম্বর অনুষ্ঠিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের পরীক্ষা বাতিল করা হয়েছে। এই পরীক্ষায় অংশ নেওয়া আমিনুল ইসলাম বলেন, ‘দুইটা পরীক্ষা মিস দিয়া ওই পরীক্ষায় বসছিলাম, সেই পরীক্ষাও বাতিল হইলো। আমরা যামুটা কই?’
‘হ্যারা সব বন্ধ কইরা দিয়া আনন্দ র্যালি করলেই পারত। শুধু শুধু এত পরীক্ষার্থীকে কষ্ট দেওয়ার মানে কি?’ রাজধানীর সিটি কলেজের সামনে ঘণ্টাখানেক যানজটে আটকে থাকার পর কথাগুলো বলছিলেন মোহাম্মদপুর থেকে আজিমপুরগামী ১৩ নম্বর বাসের এক চালক।
দিলরুবা আক্তার নামের এক চাকরিপ্রার্থী বলছিলেন, ‘গত সপ্তাহে বাস না থাকায় পরীক্ষা মিস করছি। আর আজ আনন্দ র্যালির জন্য আমাদের পরীক্ষা দেওয়া হইলো না।’ শুধু দিলরুবা নন, তাঁর মতো অনেক শিক্ষার্থী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালির কারণে চাকরির পরীক্ষা দিতে পারেননি।
একই সময়ে একাধিক পরীক্ষার সঙ্গে চাকরিপ্রত্যাশীদের কাছে নতুন আতঙ্ক হয়ে উঠেছে সপ্তাহের শেষ দিনে পড়ে যাওয়া নানা কর্মসূচি। গত সপ্তাহে পরিবহন ধর্মঘটের কারণে সারা
দেশে হাজার হাজার প্রার্থী চাকরির পরীক্ষায় অংশ নিতে পারেননি। আর এ সপ্তাহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালির কারণে দুর্ভোগে পড়লেন তাঁরা।
কিশোরগঞ্জ থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের পরীক্ষায় অংশ নিতে গতকাল ভোরে ঢাকায় এসেছিলেন শর্মীলি আক্তার। কিন্তু যানজটের কবলে পড়ে দফায় দফায় বাস, রিকশা ও বাইকে উঠেও পরীক্ষা দেওয়া হয়নি তাঁর।
সোহেল আহমেদ নামের আরেক প্রার্থী বলেন, ‘১০টায় পরীক্ষা ছিল। বাসে বইসাই দেখি ১০টা ১০ বাইজা গেছে। তাই পরীক্ষাটা আর দেওয়া হইলো না। ওদের আনন্দ মিছিলে আমাদের স্বপ্ন পুইড়া ছাই হইলো।’
গতকাল নয়টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পাঁচটি সকালে, চারটি বিকেলে। সকালে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরীক্ষা। আর বিকেলে নেওয়া হয় প্রবাসীকল্যাণ ব্যাংক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরীক্ষা।
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকায় আনন্দ র্যালির করেছে যুবলীগ। সকাল ১১টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে র্যালি শুরু হয়। শেষ হয় ধানমন্ডির ৩২ নম্বরে এসে।
অবশ্য কর্মসূচি ঘোষণার দিন যুবলীগের পক্ষ থেকে বলা হয়েছিল, মানুষের দুর্ভোগের কথা ভেবে সংগঠনের পক্ষ থেকে শুক্রবার র্যালি করা হবে। ভোগান্তির বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অন্তত তিনজন নেতার সঙ্গে কথা বলে আজকের পত্রিকা। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, র্যালি যুবলীগের ঐতিহ্য। অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা দিতে এটা করা দরকার ছিল। তবু মানুষের ভোগান্তির জন্য তাঁরা দুঃখিত। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে ফোন করলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
চাকরিপ্রার্থীদের ভোগান্তির তালিকায় প্রতি সপ্তাহেই যুক্ত হচ্ছে নতুন সব কারণ। এ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা চাকরিপ্রত্যাশীদের নতুন করে হতাশার মধ্যে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে যে পরীক্ষাগুলো হয়, সেগুলো অনিয়ম ও দুর্নীতিমুক্ত বলে ধরে নিয়েছিলেন চাকরিপ্রত্যাশীরা। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হচ্ছে। আর প্রশ্ন ফাঁস হওয়ায় ৬ নভেম্বর অনুষ্ঠিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের পরীক্ষা বাতিল করা হয়েছে। এই পরীক্ষায় অংশ নেওয়া আমিনুল ইসলাম বলেন, ‘দুইটা পরীক্ষা মিস দিয়া ওই পরীক্ষায় বসছিলাম, সেই পরীক্ষাও বাতিল হইলো। আমরা যামুটা কই?’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫