Ajker Patrika

বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণী র অবস্থান

ফুলপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২২: ০৯
বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণী র অবস্থান

ফুলপুরে বিয়ের দাবিতে এক তরুণী তাঁর প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন। এ ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছেন। সম্পর্কের কথা অস্বীকার করেছে তাঁর পরিবার।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ীর এক তরুণীর সঙ্গে ফুলপুর উপজেলার মাজারুলের (২৬) সঙ্গে পরিচয় হয় ঢাকায়। একসঙ্গে কাজ করায় সময় পরিচয়ের একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে ওই তরুণীর কাছ থেকে বিভিন্ন প্রলোভনে দুই লাখ টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ উঠেছে।

আরও জানা গেছে, ওই তরুণী মাজারুলকে বিয়ের কথা বললে তিনি এড়িয়ে যান এবং টাকা দিতে অস্বীকার করেন। উপায় না পেয়ে ওই তরুণী গত শুক্রবার বিকেল থেকে বিয়ের দাবিতে তাঁর বাড়িতে অবস্থান নেন। এরপর থেকেই ওই যুবক পলাতক রয়েছেন। ফলে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে ওই যুবকের মা দাবি করেন, ওই মেয়ের সঙ্গে তাঁর ছেলের কোনো সম্পর্ক নেই।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রেমের সম্পর্ক থেকে ওই মেয়ে বিয়ের দাবি নিয়ে ছেলের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত