Ajker Patrika

কালিয়ায় ৭ দিন ধরে রাজমিস্ত্রি নিখোঁজ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ৩৬
কালিয়ায় ৭ দিন ধরে রাজমিস্ত্রি নিখোঁজ

নড়াইলের কালিয়ার মো. রাজিব মোল্যা (৩২) এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. ছালাম মোল্যার ছেলে।

রাজিব মোল্যা নিখোঁজের ঘটনায় তাঁর শ্বশুর দাউদ খান বাদী হয়ে গত বুধবার কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ ও নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, রাজিব উপজেলার চাঁদপুর গ্রামের মো. দাউদ খানের মেয়ে শিখা বেগমকে গত প্রায় ৭ বছর আগে বিয়ে করেন। তখন থেকে শ্বশুর বাড়িতেই বসবাস করতে শুরু করেন। প্রতিদিনের মত গত ১৩ মার্চ সকাল ৮টার দিকে সে উপজেলার বাকা গ্রামের একটি বাড়িতে কাজের কথা বলে বেরিয়ে যান। এরপর আর সে ফিরে আসেনি। আত্মীয়স্বজনদের কাছে খোঁজ নিয়েও তাঁর কোনো অবস্থান জানা যায়নি।

রাজিবের স্ত্রী শিখা বেগম বলেছেন, কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও ওই দিন তিনি কাজে যাননি। নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পারিবারিক ভাবে অনুসন্ধান চালিয়েও কোনো ফল হয়নি। দুটি শিশু সন্তান নিয়ে তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. রতনুজ্জামান বলেছেন, এখন পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি। দেশের বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানোসহ সব ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত