Ajker Patrika

মনিরামপুরে টিকার বাইরে প্রায় ২২ হাজার মানুষ

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০০
মনিরামপুরে টিকার বাইরে প্রায় ২২ হাজার মানুষ

মনিরামপুরে করোনার টিকার একটি ডোজও নেননি এমন ২১ হাজার ৭২২ জনের তালিকা তৈরি করেছে উপজেলা প্রশাসন। এক সপ্তাহ ধরে বাড়ি বাড়ি ঘুরে গ্রাম পুলিশ সদস্যরা টিকার বাইরে থাকা এ সব লোকের তালিকা তৈরি করেছেন বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এ তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে জমা পড়েছে। গত বুধবার ওই তালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। আগামীকাল শনিবার ২৬ ফেব্রুয়ারি উপজেলার ৫২টি কেন্দ্রে বাদ পড়া এই ব্যক্তিদের এক যোগে টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, ভ্রাম্যমাণ টিকাদান কর্মসূচির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার উপজেলার ৩০০ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১২ বছরের ঊর্ধ্বের ৩ লাখ ৫০ হাজার মানুষকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৭০ শতাংশ। এ পর্যন্ত ৩ লাখ ২২ হাজার মানুষ টিকার আওতায় এসেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘উপজেলার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভার ২১ হাজার ৭২২ জন টিকার বাইরে রয়েছেন- এমন একটি তালিকা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা পেয়েছি। উপজেলা প্রশাসনের পাশাপাশি আমাদের ৩৮ জন স্বাস্থ্যকর্মী ও ৫১ জন পরিবার পরিকল্পনা সহকারী বাদ পড়াদের তালিকা তৈরিতে কাজ করছেন।’

তন্ময় বিশ্বাস আরও বলেন, ‘ধারণা করছি উপজেলার ২৫ হাজার মানুষ এখনো টিকার বাইরে রয়েছেন। শনিবার হাসপাতাল, প্রতিটি ইউনিয়ন পরিষদ ও ৩৪টি সম্প্রসারিত টিকাদান কেন্দ্রে (ইপিআই) করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। আমরা ৩৩ হাজার টিকা মজুত রেখেছি। টিকার নিবন্ধন, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র ছাড়াই বাদ পড়ারা এ দিন টিকা নিতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত