Ajker Patrika

তথ্য অফিসের উদ্যোগে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮: ২৬
তথ্য অফিসের উদ্যোগে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. মনাফ খান। তিনি ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

গতকাল দক্ষিণ সুরমা উপজেলার হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চবিদ্যালয়ে সিলেট জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য দেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রু. দা) উজ্জ্বল শীল। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার ও যুব সংগঠক শাহীন আহমদ।

বীর মুক্তিযোদ্ধা মো. মনাফ খান আরও বলেন, ‘দেশকে স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধে অংশগ্রহণ করেছি। বেঁচে ফিরব আশা করিনি। তবে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। যুদ্ধকালীন প্রতিটি মুহূর্ত কেটেছে আতঙ্কে, নির্ঘুম রাত কাটিয়েছি অগণিত। এত শ্রম, এত কষ্ট, এত রক্ত বিসর্জনের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। পেয়েছি লাল সবুজের পতাকা। আমরা হয়েছি স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত