Ajker Patrika

ছাত্রলীগের তৃণমূলে স্থবিরতা

ছাত্রলীগের তৃণমূলে স্থবিরতা

পাঁচ মাস ধরে কমিটি ছাড়া চলছে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড।  কমিটি না থাকায় সংগঠনের বহু নেতা-কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। ফলে তৃণমূলে তৈরি হয়েছে স্থবিরতা। তবে ছাত্রলীগের কর্মকাণ্ডে গতি ফেরাতে শিগগির নতুন কমিটি ঘোষণা হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের নেতারা।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন ও যুবলীগের সম্মেলনের কারণে হয়তো উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কিছুদিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করবেন।’

জানা গেছে, সর্বশেষ ২০১৭ সালে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির নেতারা দীর্ঘ সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হন। পরে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০২২ সালের ১০ মে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এটিকে বিলুপ্ত ঘোষণা করে। একই সঙ্গে ২১ মে পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়। সভাপতি পদে ১৯ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৮ জন জীবনবৃত্তান্ত জমা দেন।

তৃণমূল ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের কমিটি না থাকায় তাঁরা অভিভাবকশূন্য অবস্থায় রয়েছেন। এ ছাড়া তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। কমিটি না থাকায় অনেক নেতা-কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদপ্রত্যাশীরা জানান, ‘প্রায় পাঁচ মাস আগে জেলা ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত জমা দিলেও এখনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

আমরা যার যার অবস্থান থেকে কমিটিতে আসার জন্য চেষ্টা করছি। ছাত্রলীগের কমিটি না থাকার কারণে অন্য ছাত্র সংগঠন রাজনৈতিক সুবিধা নিচ্ছে।’ ছাত্রলীগের কমিটি ঘোষণা করে সংগঠনকে গতিশীল করা দরকার বলে তাঁরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের একাধিক সাবেক নেতা জানান, ‘কমলগঞ্জ থেকে যেভাবে জেলা ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়া হয়েছে, তা দেখে আমরা অবাক হয়েছি। দীর্ঘদিন কমিটি না থাকায় উপজেলাতে হাইব্রিড কর্মীদের আনাগোনা বেড়েছে।’ প্রকৃত ছাত্রলীগ কর্মীদের নতুন কমিটিতে সুযোগ দেওয়ার দাবি জানান তাঁরা।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাইবাছাই ও ১০ অক্টোবর জেলা যুবলীগের সম্মেলনের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। কয়েক দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত