Ajker Patrika

টিকাকেন্দ্রে ভিড়, করোনা সংক্রমণের ঝুঁকি

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪৫
টিকাকেন্দ্রে   ভিড়, করোনা সংক্রমণের ঝুঁকি

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে আসা মানুষ কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানছে না বলে অভিযোগ উঠেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক হাজার মানুষ আসছেন প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে।

গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালটিতে টিকা নিতে আসা লোকজন কোনো প্রকার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না। আর এর জন্য সচেতনতামূলক কোনো প্রচারও নেই। সবাই আগেভাগে টিকা নেওয়ার জন্য হুড়োহুড়ি করছেন।

দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা আস্কর গ্রামের তাপস পাণ্ডে, দোলা পাণ্ডে জানান, এখানে করোনাভাইরাসের টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে করোনাভাইরাস বহন করে বাড়ি নিয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে।

বারপাইকা গ্রামের জিনিয়া আক্তার, আস্কর গ্রামের দিপু হালদার, পূর্ব সুজনকাঠি গ্রামের বেল্লাল সরদার ও মোমেনা খাতুন জানান, হাজার হাজার মানুষ টিকা নিতে এসেছে কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানছে না। সামাজিক দূরত্ব না মেনে শরীর ঘেঁষাঘেঁষি করে সিরিয়ালে দাঁড়িয়েও বসে আছে লোকজন। অনেকের মুখেই ছিল না মাস্ক।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, ‘করোনার টিকা নিতে আসা লোকজনের মধ্যে কে করোনাভাইরাস বহন করছেন বলা মুশকিল। এ হাসপাতালেও করোনা ইউনিট রয়েছে। টিকা নিতে আসা সকলকেই সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার করতে বলা সত্ত্বে অনেকেই কথা মানছেন না। যাদের মাস্ক নেই তাদের কোনো রকম টিকা না দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

পাহাড়ের মাটিতে এখন মরুভূমির ফলের স্বাদ

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত