‘সিঁদুরখেলা’, ‘জড়োয়ার ঝুমকো’ এবং সর্বশেষ ‘যমুনা ঢাকি’—সব সিরিয়ালেই শ্বেতা ভট্টাচার্যকে দেখা গেছে দাপুটে চরিত্রে। অস্তিত্বের লড়াইয়ে আপসহীন, এমন ইমেজেই পরিচিতি পেয়েছেন তিনি। তবে ‘সোহাগ জল’-এ শ্বেতার ভূমিকা ঠিক উল্টো। এ সিরিয়ালের কাহিনিতে তিনিই বরং সরে দাঁড়াবেন সংসারের জটিলতা থেকে। এমন প্লট নিয়ে জি বাংলায় আজ থেকে শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘সোহাগ জল’।
এতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য ও হানি বাফনা।বিচ্ছেদ দিয়েই শুরু হচ্ছে ‘সোহাগ জল’ ধারাবাহিকের গল্প। গল্পে শ্বেতার নাম জুঁই। যে পরিবারে তার বিয়ে হয়েছে, সেখানকার সবাই ভীষণ ভালোবাসে তাকে। জুঁইও সবার প্রতি খেয়াল রাখে।শ্বশুরকে বারবার চা বানিয়ে দেওয়া, শাশুড়িকে পান সাজিয়ে দেওয়া, ননদকে বলেকয়ে রেওয়াজে বসানো, দেবরের পছন্দমতো জলখাবার বানিয়ে দেওয়া—সব কাজই হাসিমুখে করে জুঁই।
বলতে গেলে, তাকে ছাড়া এ বাড়ির একটা দিনও চলে না। তবে এত আদরের সেই বউমাকেই ছাড়তে হচ্ছে বাড়ি। কারণ বর শুভ্রর সঙ্গে জুঁইয়ের সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই কিছুদিন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে সে। জুঁইয়ের বিশ্বাস, কিছুদিন পরস্পরের থেকে দূরে থাকলে হয়তো আবার মায়া বাড়বে। সে প্রমাণ করে দেখাতে চায়, দূরে গিয়েও কাছে আসা যায়। তবে কীভাবে আবার এক হবে দুজনের পথ—সে গল্পই বলবে ‘সোহাগ জল’।
শ্বেতা-হানির ‘সোহাগ জল’-এর আগমনে কপাল পুড়ছে ঊর্মি-সাত্যকি জুটির। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি যে সময় প্রচার হতো, সেই সাড়ে ৯টার স্লট দখল করে নিচ্ছে সোহাগ জল। আর ‘এই পথ যদি না শেষ হয়’-এর প্রচার সময় পিছিয়ে নেওয়া হয়েছে রাত ১০টায়।
‘সিঁদুরখেলা’, ‘জড়োয়ার ঝুমকো’ এবং সর্বশেষ ‘যমুনা ঢাকি’—সব সিরিয়ালেই শ্বেতা ভট্টাচার্যকে দেখা গেছে দাপুটে চরিত্রে। অস্তিত্বের লড়াইয়ে আপসহীন, এমন ইমেজেই পরিচিতি পেয়েছেন তিনি। তবে ‘সোহাগ জল’-এ শ্বেতার ভূমিকা ঠিক উল্টো। এ সিরিয়ালের কাহিনিতে তিনিই বরং সরে দাঁড়াবেন সংসারের জটিলতা থেকে। এমন প্লট নিয়ে জি বাংলায় আজ থেকে শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘সোহাগ জল’।
এতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য ও হানি বাফনা।বিচ্ছেদ দিয়েই শুরু হচ্ছে ‘সোহাগ জল’ ধারাবাহিকের গল্প। গল্পে শ্বেতার নাম জুঁই। যে পরিবারে তার বিয়ে হয়েছে, সেখানকার সবাই ভীষণ ভালোবাসে তাকে। জুঁইও সবার প্রতি খেয়াল রাখে।শ্বশুরকে বারবার চা বানিয়ে দেওয়া, শাশুড়িকে পান সাজিয়ে দেওয়া, ননদকে বলেকয়ে রেওয়াজে বসানো, দেবরের পছন্দমতো জলখাবার বানিয়ে দেওয়া—সব কাজই হাসিমুখে করে জুঁই।
বলতে গেলে, তাকে ছাড়া এ বাড়ির একটা দিনও চলে না। তবে এত আদরের সেই বউমাকেই ছাড়তে হচ্ছে বাড়ি। কারণ বর শুভ্রর সঙ্গে জুঁইয়ের সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই কিছুদিন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে সে। জুঁইয়ের বিশ্বাস, কিছুদিন পরস্পরের থেকে দূরে থাকলে হয়তো আবার মায়া বাড়বে। সে প্রমাণ করে দেখাতে চায়, দূরে গিয়েও কাছে আসা যায়। তবে কীভাবে আবার এক হবে দুজনের পথ—সে গল্পই বলবে ‘সোহাগ জল’।
শ্বেতা-হানির ‘সোহাগ জল’-এর আগমনে কপাল পুড়ছে ঊর্মি-সাত্যকি জুটির। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি যে সময় প্রচার হতো, সেই সাড়ে ৯টার স্লট দখল করে নিচ্ছে সোহাগ জল। আর ‘এই পথ যদি না শেষ হয়’-এর প্রচার সময় পিছিয়ে নেওয়া হয়েছে রাত ১০টায়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫