মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় মেহগনির একটি বাগান থেকে দীপ কুমার মহন্তের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সদরের সুলতানপুর এলাকা থেকে অন্তত ৪৫ কিলোমিটার দুরে খুদিয়াডাঙ্গা গ্রামের নির্জন মাঠে তিনি কেন এসেছিলেন, এমন প্রশ্ন স্থানীয়দের।
তাঁরা বলছেন, দীপ যদি আত্মহত্যা করেন, তাহলে মেহগনিগাছের নিচেই তাঁর ব্যবহৃত জিনিসপত্র পাওয়ার কথা। অথচ ওই গাছের আশপাশে ছড়িয়ে ছিল তাঁর মোবাইল ফোন ও খাট তৈরির কাগজে আঁকা একটি নকশা। ওই গাছ থেকে অন্তত ২০০ গজ দূরে একটি সরিষাখেত থেকে পাওয়া যায় দীপের জুতা। উদ্ধার হওয়া আলামতের ধরন থেকে এটি হত্যাকাণ্ড বলেই দাবি করছেন তাঁরা।
তবে পুলিশ বলছে, উদ্ধার হওয়া আলামতের সূত্র ধরেই তদন্তকাজ চলছে। সিআইডির ক্রামই সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। একই সঙ্গে মোবাইল ফোনের কললিস্ট যাচাই-বাছাই করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে দীপের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ প্রসঙ্গে উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন বাচ্চু বলেন, নিহতের বাসা থেকে ঘটনাস্থলের দূরত্ব অন্তত ৪৫ কিলোমিটার। কী কারণে তিনি এত দূর এসেছিলেন। আত্মহত্যার জায়গাটা চিনলেনই-বা কীভাবে। এর পেছনে প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা জরুরি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নিহত দীপ মান্দা উপজেলা সদর প্রসাদপুর বাজার চিনতে পারেন। বিভিন্ন কারণে এ বাজারে তাঁর একাধিকবার যাওয়া-আসাও থাকতে পারে। কিন্তু এলাকায় তাঁর কোনো আত্মীয়স্বজন নেই। তাহলে খুদিয়াডাঙ্গা গ্রামের নির্জন মাঠে কীভাবে গেলেন তিনি?
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নিহতের পরিবার পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ওসি আরও বলেন, বিষয়টি নিয়ে সিআইডি ও পিবিআই পৃথকভাবে কাজ করছে। খুব শিগগির এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
নওগাঁর মান্দায় মেহগনির একটি বাগান থেকে দীপ কুমার মহন্তের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সদরের সুলতানপুর এলাকা থেকে অন্তত ৪৫ কিলোমিটার দুরে খুদিয়াডাঙ্গা গ্রামের নির্জন মাঠে তিনি কেন এসেছিলেন, এমন প্রশ্ন স্থানীয়দের।
তাঁরা বলছেন, দীপ যদি আত্মহত্যা করেন, তাহলে মেহগনিগাছের নিচেই তাঁর ব্যবহৃত জিনিসপত্র পাওয়ার কথা। অথচ ওই গাছের আশপাশে ছড়িয়ে ছিল তাঁর মোবাইল ফোন ও খাট তৈরির কাগজে আঁকা একটি নকশা। ওই গাছ থেকে অন্তত ২০০ গজ দূরে একটি সরিষাখেত থেকে পাওয়া যায় দীপের জুতা। উদ্ধার হওয়া আলামতের ধরন থেকে এটি হত্যাকাণ্ড বলেই দাবি করছেন তাঁরা।
তবে পুলিশ বলছে, উদ্ধার হওয়া আলামতের সূত্র ধরেই তদন্তকাজ চলছে। সিআইডির ক্রামই সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। একই সঙ্গে মোবাইল ফোনের কললিস্ট যাচাই-বাছাই করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে দীপের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ প্রসঙ্গে উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন বাচ্চু বলেন, নিহতের বাসা থেকে ঘটনাস্থলের দূরত্ব অন্তত ৪৫ কিলোমিটার। কী কারণে তিনি এত দূর এসেছিলেন। আত্মহত্যার জায়গাটা চিনলেনই-বা কীভাবে। এর পেছনে প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা জরুরি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নিহত দীপ মান্দা উপজেলা সদর প্রসাদপুর বাজার চিনতে পারেন। বিভিন্ন কারণে এ বাজারে তাঁর একাধিকবার যাওয়া-আসাও থাকতে পারে। কিন্তু এলাকায় তাঁর কোনো আত্মীয়স্বজন নেই। তাহলে খুদিয়াডাঙ্গা গ্রামের নির্জন মাঠে কীভাবে গেলেন তিনি?
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নিহতের পরিবার পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ওসি আরও বলেন, বিষয়টি নিয়ে সিআইডি ও পিবিআই পৃথকভাবে কাজ করছে। খুব শিগগির এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
২ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫