Ajker Patrika

হাওয়ার মেশিন বিস্ফোরণ, নিহত ১

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪: ২৭
হাওয়ার মেশিন বিস্ফোরণ, নিহত ১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হাওয়ার মেশিন বিস্ফোরিত হয়ে মামুন (২৮) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোকানের মালিক রবিউল ইসলাম (৩০) ও মেকানিক নাজমুল ইসলাম (১৬) নামে আরও দুজন আহত হন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ভজনপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত মামুন সদর উপজেলা সাতমেড়া ইউনিয়নের জামুড়ি দুয়ার এলাকার তৌহিদ হোসেনের ছেলে। আহত রবিউল ইসলাম তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙাপাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে এবং নাজমুল ইসলাম পঞ্চগড় পৌরসভার নিমনগর এলাকার মকলেছ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ভজনপুর বাজারের পেট্রল পাম্পের সামনে রবিউলের দোকানে চাকায় হাওয়া দিতে ট্রাক নিয়ে যান মামুন। দোকান মিস্ত্রি নাজমুল চাকায় হাওয়া দেওয়া শুরু করে। এ সময় হাওয়ার মেশিন বিস্ফোরিত হয়। এতে ট্রাকচালক, দোকানমালিক রবিউল ও মেকানিক নাজমুল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। রবিউল ও নাজমুলের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া হাওয়া মেশিন বিস্ফোরণে একজনের মৃত্যু ও দুজনের আহতের বিষয়টি নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত