Ajker Patrika

বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১১: ৫৮
বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা। এ সময় বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় দুই দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল সোমবার নগরীর বাদশা মিয়ার বাজার, বাদুরতলা, ধর্মসাগর পশ্চিমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম ইসলাম নেতৃত্ব দেন।

এ সময় বোতলের গায়ে মুদ্রিত মূল্য মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় সায়মন ভ্যারাইটিজ স্টোরকে ৪ হাজার টাকা এবং খোলা সয়াবিন নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করায় বাদশা মিয়ার বাজার এলাকার মেসার্স সুন্দর আলী অ্যান্ড সন্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাদুরতলা এলাকার স্বপ্ন সুপারশপ, আমানা বিগ বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্দেশনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে স্বাস্থ্য পরিদর্শক এ কে আজাদ ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যাতে করে কেউ অযাচিতভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করতে না পারেন। এ ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। অভিযানে পাকা ক্রয় রসিদ সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত