Ajker Patrika

ভ্রাম্যমাণ ভূমিসেবা স্কুল চালু

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩২
ভ্রাম্যমাণ ভূমিসেবা স্কুল চালু

জমিজমা নিয়ে প্রায়ই সমস্যা দেখা দেয়। অনেক সময় মারামারিও হয়। এসব সমস্যা নিয়ে প্রতিদিনই ভুক্তভোগীরা আসেন ভূমি অফিসে। প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চশিক্ষিত ব্যক্তিরাও এ সমস্যায় পড়ে ভূমি অফিসের দ্বারস্থ হন। কিন্তু ভূমি অফিসে কীভাবে সেবা পাওয়া যায় তা-ই জানেন না বেশির ভাগ সেবাপ্রার্থী। অধিকাংশই হয়রানির শিকার হন।

ভূমি সেবাগ্রহীতাদের সুবিধার্থে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। ভূমি সেবা সম্পর্কে জানাতে সেবাগ্রহীতাদের জন্য তিনি চালু করেছেন ভ্রাম্যমাণ ভূমিসেবা স্কুল।

গত শুক্রবার বিকেলে নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ ভূমিসেবা স্কুল কার্যক্রমের উদ্বোধন করেন দোয়ারাবাজার ইউএনও দেবাংশু কুমার সিংহ। এ সময় উপস্থিত এসি ল্যান্ড ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর প্রমুখ।

এসি ল্যান্ড ফয়সাল আহমেদ বলেন, সাধারণ মানুষ যাতে সহজে ভূমিসেবা পেতে পারেন সেই লক্ষ্যেই মোবাইল ভূমিসেবা স্কুল চালুর উদ্যোগ নেওয়া হয়। এই স্কুলের মাধ্যমে প্রতি মাসে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভূমিসেবা সম্পর্কে জানানো হবে।

দোয়ারাবাজার ইউএনও দেবাংশু কুমার সিংহ বলেন, ‘জমিজমা নিয়ে আমাদের দেশে অনেক সমস্যা। এর প্রধান কারণ হচ্ছে আমরা জমিজমা সম্পর্কে জানি না। দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসকে ধন্যবাদ জানাই। তাদের মোবাইল ভূমিসেবা স্কুল কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ জমিজমা সম্পর্কে জানতে পারবে। সচেতনতা সৃষ্টি হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত