Ajker Patrika

কমলগঞ্জে কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৫: ১৫
কমলগঞ্জে কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ। গত বুধবার সন্ধ্যায় কচ্ছপ দুটিকে উপজেলার স্টুডেন্ট ডরমিটরিতে লেকে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামে কয়েকজন চা-শ্রমিক জলাশয়ে কচ্ছপ শিকার করতে যান। এ সময় ছোট দুই কচ্ছপ ধরা পড়লে তাঁরা বাড়িতে নিয়ে যান। তাঁরা রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে স্থানীয় এক শ্রমিকের মাধ্যমে কচ্ছপ উদ্ধারের খবর পান বন্যপ্রাণী গবেষক হাসান আল রাজি (চয়ন) ও সহকারী গবেষক চঞ্চল গোয়ালা।

তাঁরা ঘটনাস্থল থেকে কচ্ছপ দুটি উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় কমলগঞ্জের স্টুডেন্ট ডরমিটরি লেকে অবমুক্ত করেন।

এ সময় স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ-এর সমন্বয়ক সোহেল শ্যাম ও খোকন থৌনাউজম উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম কচ্ছপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত