শাহীন রহমান, পাবনা
রাজশাহীর পুঠিয়ায় কয়েক দিন ধরে জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকেরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের ফলে এর প্রভাব পড়ছে শিশুদের ওপর। তবে আতঙ্কিত না হয়ে যথাযথ নিয়মে চিকিৎসাসেবা নিলে দু-তিন দিনেই শিশুরা স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, শিশু ওয়ার্ড রোগীতে পরিপূর্ণ। বেশির ভাগ শিশু শ্বাসকষ্ট, সর্দি-জ্বরে আক্রান্ত। ওয়ার্ডে জায়গা সংকুলান না হওয়ায় কিছু শিশু রোগীকে মহিলা ওয়ার্ডেও রাখা হয়। আর বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা অধিকাংশ রোগীই শিশু। বহির্বিভাগে আসা শিশুরা সর্দি-জ্বর ও কাশিতে আক্রান্ত। রোগীদের অভিভাবকেরা টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকই চিকিৎসকের ডাকার অপেক্ষায় বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
টিকিট কাউন্টারে কর্মরত ব্যক্তিরা বলেন, ১০-১৫ দিন ধরে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় প্রতিদিন গড়ে শতাধিক শিশু রোগী আসছে বহির্বিভাগে। জরুরি বিভাগেও প্রায় একই অবস্থা।
জরুরি বিভাগের সহকারী চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন জরুরি বিভাগে গড়ে দেড় শতাধিক রোগী সেবা নিতে আসে। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। শিশুদের অবস্থা গুরুতর হলে তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝলমলিয়া গ্রামের আবেদা খাতুন নামের একজন শিশুর মা বলেন, ‘আমার মেয়ের বয়স চার বছর। তিন দিন ধরে ওর প্রচণ্ড জ্বর ও কাশি শুরু হয়েছে। এলাকার একজন গ্রাম্য চিকিৎসক দেখিয়েছিলাম। দুই দিন ওষুধ খাওয়ায়েও কমছে না। তাই আজ সকালে হাসপাতালে নিয়ে এসেছি।’
ময়না আকতার নামের অপর একজন রোগীর মা বলেন, এখন বেশির ভাগ বাড়িতে বাচ্চাদের জ্বর ও সর্দি-কাশি দেখা দিয়েছে। এই হাসপাতালে মাত্র একজন শিশু ডাক্তার। তা-ও তিনি আসেন সপ্তাহে সর্বোচ্চ তিন দিন। ফলে বেশির ভাগ সন্তানের অভিভাবকেরা হাসপাতালের জরুরি বিভাগ বা স্থানীয় চিকিৎসকদের কাছে সেবা নেন।
কাউসার আহম্মদ নামের আরেক রোগীর অভিভাবক বলেন, গতকাল বিকেল থেকে মেয়ের জ্বর। লম্বা ভিড় ঠেলে চিকিৎসকের কাছে গেলে তিনি করোনাসহ তিনটি পরীক্ষা দেন। পরীক্ষার প্রতিবেদন এলে চিকিৎসক ব্যবস্থাপত্র দেবেন বলে জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন (শিশু) ডাক্তার শুভ্র প্রকাশ পাল বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এখন এই ঠান্ডা, এই গরম। আর এর ফলে শিশুরা শ্বাসকষ্ট, জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিন শিশু রোগীর সংখ্যা অনেক বেড়েছে। তবে আতঙ্কের কিছু নেই।
রাজশাহীর পুঠিয়ায় কয়েক দিন ধরে জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকেরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের ফলে এর প্রভাব পড়ছে শিশুদের ওপর। তবে আতঙ্কিত না হয়ে যথাযথ নিয়মে চিকিৎসাসেবা নিলে দু-তিন দিনেই শিশুরা স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, শিশু ওয়ার্ড রোগীতে পরিপূর্ণ। বেশির ভাগ শিশু শ্বাসকষ্ট, সর্দি-জ্বরে আক্রান্ত। ওয়ার্ডে জায়গা সংকুলান না হওয়ায় কিছু শিশু রোগীকে মহিলা ওয়ার্ডেও রাখা হয়। আর বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা অধিকাংশ রোগীই শিশু। বহির্বিভাগে আসা শিশুরা সর্দি-জ্বর ও কাশিতে আক্রান্ত। রোগীদের অভিভাবকেরা টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকই চিকিৎসকের ডাকার অপেক্ষায় বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
টিকিট কাউন্টারে কর্মরত ব্যক্তিরা বলেন, ১০-১৫ দিন ধরে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় প্রতিদিন গড়ে শতাধিক শিশু রোগী আসছে বহির্বিভাগে। জরুরি বিভাগেও প্রায় একই অবস্থা।
জরুরি বিভাগের সহকারী চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন জরুরি বিভাগে গড়ে দেড় শতাধিক রোগী সেবা নিতে আসে। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। শিশুদের অবস্থা গুরুতর হলে তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝলমলিয়া গ্রামের আবেদা খাতুন নামের একজন শিশুর মা বলেন, ‘আমার মেয়ের বয়স চার বছর। তিন দিন ধরে ওর প্রচণ্ড জ্বর ও কাশি শুরু হয়েছে। এলাকার একজন গ্রাম্য চিকিৎসক দেখিয়েছিলাম। দুই দিন ওষুধ খাওয়ায়েও কমছে না। তাই আজ সকালে হাসপাতালে নিয়ে এসেছি।’
ময়না আকতার নামের অপর একজন রোগীর মা বলেন, এখন বেশির ভাগ বাড়িতে বাচ্চাদের জ্বর ও সর্দি-কাশি দেখা দিয়েছে। এই হাসপাতালে মাত্র একজন শিশু ডাক্তার। তা-ও তিনি আসেন সপ্তাহে সর্বোচ্চ তিন দিন। ফলে বেশির ভাগ সন্তানের অভিভাবকেরা হাসপাতালের জরুরি বিভাগ বা স্থানীয় চিকিৎসকদের কাছে সেবা নেন।
কাউসার আহম্মদ নামের আরেক রোগীর অভিভাবক বলেন, গতকাল বিকেল থেকে মেয়ের জ্বর। লম্বা ভিড় ঠেলে চিকিৎসকের কাছে গেলে তিনি করোনাসহ তিনটি পরীক্ষা দেন। পরীক্ষার প্রতিবেদন এলে চিকিৎসক ব্যবস্থাপত্র দেবেন বলে জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন (শিশু) ডাক্তার শুভ্র প্রকাশ পাল বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এখন এই ঠান্ডা, এই গরম। আর এর ফলে শিশুরা শ্বাসকষ্ট, জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিন শিশু রোগীর সংখ্যা অনেক বেড়েছে। তবে আতঙ্কের কিছু নেই।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫