Ajker Patrika

প্রচারণা ছাড়াই মুক্তি পেল ‘জিম্মি’

প্রচারণা ছাড়াই মুক্তি পেল ‘জিম্মি’

দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির সাহস পাচ্ছেন না প্রযোজক-নির্মাতারা। মুক্তির জন্য প্রস্তুত থাকলেও ভালো সময়ের অপেক্ষায় তাঁরা। এ ক্ষেত্রে ব্যতিক্রম প্রযোজক-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত ২৩ আগস্ট তাঁর ‘অমানুষ হলো মানুষ’ দিয়ে প্রায় দেড় মাস পর হলে মুক্তি পেয়েছিল নতুন সিনেমাটি।

আবারও দর্শকের জন্য নতুন সিনেমা নিয়ে এসেছেন তিনি। এবার এনেছেন ‘জিম্মি’। তবে অনেকটা দায়সারাভাবেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। একেবারে প্রচার ছাড়াই আজ দেশের ২০টি প্রেক্ষাগৃহে উঠছে জিম্মি।

২৪ সেপ্টেম্বর ফেসবুকে পোস্টার প্রকাশের মাধ্যমে ৪ অক্টোবর জিম্মি মুক্তির ঘোষণা দেন ডিপজল। ব্যস এখানেই শেষ। আর কোনো প্রচারণা দেখা যায়নি সিনেমার। এমনকি সিনেমার নায়িকা শিরিন শিলা সোশ্যাল মিডিয়ায়ও পোস্টার শেয়ার করেননি। প্রচারণা ছাড়া জিম্মি দর্শকের কাছে কতটুকু পৌঁছায়, সেটাই এখন দেখার বিষয়। এর আগে অমানুষ হলো মানুষ মুক্তির সময়েও একই অবস্থা লক্ষ করা গেছে। সেই সিনেমাটি ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেনি।

সিনেমা হিসেবে মুক্তি পেলেও জিম্মি তৈরি হয়েছিল ওয়েব সিরিজ হিসেবে। ২০২২ সালের প্রথম ভাগে শুরু হওয়া সাত পর্বের সিরিজটি পরিচালনার দায়িত্বে ছিলেন মনতাজুর রহমান আকবর। কনটেন্টের ধরনের সঙ্গে বদলে গেছে পরিচালকের নামও। সিনেমার পোস্টারে মনতাজুর রহমান আকবর নয়, পরিচালক হিসেবে লেখা হয়েছে ডিপজলের নাম। নাম পরিবর্তনের বিষয় নিয়ে অবগত আছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর। আলোচনা করেই তাঁদের নাম ব্যবহার করা হয়েছে বলে জানান নির্মাতা।
জিম্মিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত