Ajker Patrika

দেশে কোনো গণতন্ত্র নেই, স্বৈরতন্ত্র চলছে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০: ৫৮
দেশে কোনো গণতন্ত্র নেই, স্বৈরতন্ত্র চলছে

দেশে এখন স্বৈরতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। গতকাল শুক্রবার গাজীপুর মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গাজীপুরে মহানগরের রথখোলায় অবস্থিত শহীদ তাজ উদ্দীন আহমদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপির শাসনামল দেশের মানুষ দেখেছে। তাদের সীমাহীন ব্যর্থতা, দুর্নীতি, জুলুম, নির্যাতনে দেশের মানুষ দিশেহারা। তাই আওয়ামী লীগ বা বিএনপিকে এ দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। অপরদিকে জাতীয় পার্টির শাসনামলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সু-শাসন ছিল, মানুষ মুখ খুলে কথা বলতে পারত।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি ও জামাত মিলে তখন আন্দোলন করেছে। নূর হোসেনের মতো তারা বুকে-পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে রাস্তায় মিছিল করতে পেরেছে। কিন্তু এখন সাংবিধানিক অর্থেই দেশে কোনো গণতন্ত্র নেই। স্বৈরতন্ত্র চলছে। লুটপাট, জুলুম নির্যাতন হচ্ছে। হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মানুষ মুখ খুলে কিছু বলতেও পারছে না।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে জানিয়ে নেতা–কর্মীদের প্রস্তুত থাকতে বলেন জিএম কাদের। তিনি সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিনকে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি কাউন্সিলর মো. মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন। তখন উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠ ভোটে তা গৃহীত হয়। নতুন সভাপতি-সম্পাদককে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করিয়ে নেওয়ার জন্য বলেন।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. লিয়াকত হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টি আহ্বায়ক মিসেস শেফা কাদের, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফারহিন হাসান মুন্নি, গাজীপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি জাকির হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত