Ajker Patrika

দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

যশোর প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২০: ১০
দুর্বৃত্তের ছুরিকাঘাতে  প্রাণ গেল যুবকের

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান কাকন (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন।

গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান কাকন শহরের বারান্দী মোল্যাপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে।

নিহতের মা সুফিয়া বেগম জানান, রাত সাড়ে ১০টার দিকে কাকন মোল্লাপাড়া কবরস্থানের পাশে নারান ঘোষের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ করেই তাঁর ওপর হামলা চালায়। তারা কাকনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে।

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, ‘মৃত অবস্থাতেই একটি মরদেহ নিয়ে আসেন কিছু মানুষ। তাঁর শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের আঘাত ছিল। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকেই পুলিশ অভিযান শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত