Ajker Patrika

ভাত হয়ে গেল খরগোশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪৪
ভাত হয়ে গেল খরগোশ

আজও জেরির মন খারাপ। খেতে চাইছে না। না খেলে যে জেরির শরীর খারাপ করবে। দুর্বল হয়ে যাবে। জেরির মায়ের মাথায় বুদ্ধি এল। আজ তিনি জেরিকে নতুন কিছু বানিয়ে খাওয়াবেন। চট করে ভাত, ডিম, আপেল, জেমস চকলেট দিয়ে তিনি বানিয়ে ফেললেন খরগোশ। কীভাবে? বলছি।

মা প্রথমে কিছু ভাত হাতে নিয়ে একটু চেপে গোল করে নিলেন। এই গোল অংশ প্লেটে সুন্দর করে চেপে চেপে বসালেন। হয়ে গেল খরগোশের মাথা। এবার একটি আপেল কেটে মাথার নিচের অংশে বসিয়ে দিলেন। হয়ে গেল খরগোশের শরীর।

তারপর আরও কিছু ভাত নিলেন। হালকা চেপে চেপে বানিয়ে ফেললেন দুটি হাত, গোল করে বানিয়ে ফেললেন দুটি পা। তারপর মাথার ওপরের দিকে খরগোশের কান বসিয়ে দিলেন। কালো আঙুর চোখ ও ঠোঁটের আকারে কেটে নিয়ে তা দিয়ে বানিয়ে ফেললেন চোখ, নাক ও মুখ।

এবার ডিম ভেজে, ব্যাগের আকারে কেটে তা দিয়ে বানিয়ে ফেললেন ব্যাগ। এটি খরগোশের বাম হাত বরাবর বসিয়ে দিয়েছেন। নিচের দিকে কিছু ধনেপাতা দিয়েছেন।

আর দুই পাশে দিয়েছেন কিছু জেমস চকলেট। খরগোশের মাথার একপাশে বসিয়ে দিলেন এক স্লাইস মাল্টা। এবার দেখো, ব্যাগ হাতে নিয়ে খরগোশ দাঁড়িয়ে আছে!

এমন খাবার দেখে জেরি খুশি হয়ে গেল। যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে ছবিটা ভালো করে দেখে নাও। তাহলে সহজে বুঝে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত