Ajker Patrika

জেলা আইনজীবী সমিতির নির্বাচন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩: ৪২
জেলা আইনজীবী সমিতির নির্বাচন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিতরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিজয়ী হয়েছেন। অপর দিকে বিএনপি-জামায়াত সমর্থিতরা ৪টিতে বিজয়ী হয়েছেন। ২০২২-২৩ অধিবেশনের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আহছান-তাহের পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত তারেক-মিজান পরিষদে ভাগ হয়ে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে আহছান উল্লাহ বিজয়ী হয়েছে। তিনি পেয়েছেন ৬২১ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারেক আবদুল্লাহ পেয়েছেন ৪৬৭ ভোট। সাধারণ সম্পাদক আবু তাহের বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩২ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার মিজানুর রহমান পেয়েছেন ৫১৪ ভোট।

গত শুক্রবার ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে ১ হাজার ১৫৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ১০৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে ওই দিন রাত ১০টায় ভোট গণনা শুরু হয়েপরদিন শুক্রবার সকাল সোয়া ১০টায় শেষ হয়।

এরপর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সহিদ উল্লাহ ফলাফল ঘোষণা করেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন ও আল মাহমুদ সাগর।

সমিতির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে নুরুল ইসলাম, আবদুল মান্নান, সহসাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান সিরাজ, কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন খান, লাইব্রেরি সম্পাদক পদে মো. লোকমান আহমেদ, এনরোলমেন্ট সেক্রেটারি পদে আব্দুস সবুর, আইটি সম্পাদক পদে এ এম এম মঈন, রিক্রিয়েশন সেক্রেটারি পদে শাহাবুদ্দিন বিজয়ী হয়েছেন।

এ ছাড়া সদস্য পাঁচটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল হান্নান লিটন, ওমর খালেদ, তাহমিদা আক্তার সুপ্তি বিজয়ী হয়েছেন। আর এই পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী ফাহিমা আক্তার ও মো. নুরুল ইসলাম বিজয়ী হয়েছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে একক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন মোহাম্মদ ইসলাম ইবনে সাইখ। তিনি পেয়েছেন মাত্র ৪৪ ভোট।

ফলাফল ঘোষণা শেষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আহছান-তাহের পরিষদ বিজয় মিছিল বের করে। এ সময় বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিজয় মিছিলে আওয়ামী লীগ সমর্থিত অন্যান্য আইনজীবীরাও অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত