Ajker Patrika

সড়কজুড়ে খানাখন্দ

বরুড়া প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২: ৫০
সড়কজুড়ে খানাখন্দ

বরুড়া পৌরসভার অর্জুনতলা-তলাগ্রাম সড়কটির কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ও পথচারীরা ভোগান্তি পোহাচ্ছেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তলাগ্রাম সড়কটি দিয়ে শুশুন্ডা, দেওড়া ও অর্জুনতলা গ্রাম থেকে প্রতিদিন দুই শতাধিক শিক্ষার্থী কাদবা তলাগ্রাম লাহা উচ্চবিদ্যালয়ে যাতায়াত করে। সড়কটি মেরামত না হওয়ায় তারা ভোগান্তিতে পড়ছেন। সড়কের গর্তে বৃষ্টির পানি জমে থাকায় হেঁটে চলাচলেও পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালক মো. কামাল বলেন, অর্জুনতলা, তলাগ্রাম, ডেওয়াতলী, বরুড়া বাজারে যাত্রী নিয়ে সড়কটি দিয়ে যাতায়াত করতে হয়। সড়কটির বিভিন্ন অংশে ভেঙে যাওয়ায় গাড়ি চালানো কষ্টকর। এতে গাড়িরও ক্ষতি হয় এবং যাত্রীরাও কষ্ট পান। কয়েকদিন পরপর যন্ত্রাংশ পরিবর্তন করতে হয়।

স্থানীয় বাসিন্দা শরিফ বলেন, ‘সড়কটি দিয়ে প্রতিনিয়ত ছোট, বড় ও মাঝারি পণ্যবাহী ট্রাক চলাচল করে। এসব ট্রাক চলায় ছোট গর্ত ভেঙে আরও বড় হচ্ছে।’

এ ব্যাপারে বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বলেন, সড়কটির ব্যাপারে তিনি জানেন। মেরামতের জন্য শিগগির উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত