সিলেট প্রতিনিধি
সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ অথবা ৩ মে ঈদুল ফিতর উদ্যাপন করা হবে। সে লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতা আর রং করার কাজ।
করোনা মহামারির কারণে গত দুই বছর শাহী ঈদগাহ ময়দানে ঈদ জামাত হয়নি। গত চারটি ঈদেই শাহী ঈদগাহ ছিল সুনসান নীরব। তবে এবার নতুন পোশাক পরে, জায়নামাজ হাতে ঈদগাহে ছুটবেন মুসল্লিরা।
ইতিমধ্যে জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। নগরের শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। সরেজমিনে দেখা গেছে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত এক শ্রমিক বলেন, ঈদগাহের আশপাশের সব ময়লা আবর্জনা ইতিমধ্যেই পরিষ্কার করা হয়ে গেছে। গেটগুলোতে রং করা হচ্ছে, আগামীকালের (শনিবার) মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
শাহী ঈদগাহ এলাকার এক বাসিন্দা বলেন, করোনার কারণে গত দুই বছর ঈদ জামাত আয়োজন হয়নি। এবার ঈদ জামাত আয়োজন হওয়ায় খুশি তাঁরা।
এদিকে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ঈদগাহ ময়দান পরিদর্শনে যান। এ সময় তিনি বলেন, প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আগামীকালের (শনিবার) মধ্যে ময়দান পুরোদমে জামাতের জন্য প্রস্তুত হয়ে যাবে। ঈদের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এদিকে গতকাল শুক্রবার বেলা আড়াইটায় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিল, শাহী ঈদগাহ কমিটি ও উন্নয়ন সংশ্লিষ্টরা।
এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী ঈদের জামাত আদায়ের লক্ষ্যে চলমান উন্নয়নকাজের খোঁজ-খবর নেন। পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য মহামারির কারণে গত দুই ঈদুল ফিতরের নামাজ শাহী ঈদগায় আদায় করতে পারিনি। তাই নগরবাসীর মধ্যে এবার ঈদগাহে নামাজ আদায়ের উৎসাহ বেশি। আমরা জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় বেশি হবে ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছি।’
এবার ঈদের জামাতে ইমামতি করবেন শেখবাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশীদুর রহমান ফারক্ব বর্ণভী-পীর সাবেহ বরুনা।
সিটি করপোরেশনের কাউন্সিল রাশেদ আহমদ, কাউন্সিলর রেজওয়ান আহমদ, শাহী ঈদগাহ কমিটির নেতা, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ অথবা ৩ মে ঈদুল ফিতর উদ্যাপন করা হবে। সে লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতা আর রং করার কাজ।
করোনা মহামারির কারণে গত দুই বছর শাহী ঈদগাহ ময়দানে ঈদ জামাত হয়নি। গত চারটি ঈদেই শাহী ঈদগাহ ছিল সুনসান নীরব। তবে এবার নতুন পোশাক পরে, জায়নামাজ হাতে ঈদগাহে ছুটবেন মুসল্লিরা।
ইতিমধ্যে জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। নগরের শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। সরেজমিনে দেখা গেছে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত এক শ্রমিক বলেন, ঈদগাহের আশপাশের সব ময়লা আবর্জনা ইতিমধ্যেই পরিষ্কার করা হয়ে গেছে। গেটগুলোতে রং করা হচ্ছে, আগামীকালের (শনিবার) মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
শাহী ঈদগাহ এলাকার এক বাসিন্দা বলেন, করোনার কারণে গত দুই বছর ঈদ জামাত আয়োজন হয়নি। এবার ঈদ জামাত আয়োজন হওয়ায় খুশি তাঁরা।
এদিকে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ঈদগাহ ময়দান পরিদর্শনে যান। এ সময় তিনি বলেন, প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আগামীকালের (শনিবার) মধ্যে ময়দান পুরোদমে জামাতের জন্য প্রস্তুত হয়ে যাবে। ঈদের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এদিকে গতকাল শুক্রবার বেলা আড়াইটায় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিল, শাহী ঈদগাহ কমিটি ও উন্নয়ন সংশ্লিষ্টরা।
এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী ঈদের জামাত আদায়ের লক্ষ্যে চলমান উন্নয়নকাজের খোঁজ-খবর নেন। পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য মহামারির কারণে গত দুই ঈদুল ফিতরের নামাজ শাহী ঈদগায় আদায় করতে পারিনি। তাই নগরবাসীর মধ্যে এবার ঈদগাহে নামাজ আদায়ের উৎসাহ বেশি। আমরা জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় বেশি হবে ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছি।’
এবার ঈদের জামাতে ইমামতি করবেন শেখবাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশীদুর রহমান ফারক্ব বর্ণভী-পীর সাবেহ বরুনা।
সিটি করপোরেশনের কাউন্সিল রাশেদ আহমদ, কাউন্সিলর রেজওয়ান আহমদ, শাহী ঈদগাহ কমিটির নেতা, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫