Ajker Patrika

সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ৫০
সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু মিয়া সরকারি বনায়নের গাছ বিক্রির অভিযোগ উঠেছে। তবে ওই গাছ নিজের জমিতে লাগানোর দাবি করেছেন তিনি।

নিজামিয়া এলাকার বাসিন্দা গাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘৬ থেকে ৭ মাস আগে সুরু চেয়ারম্যানের কাছ থেকে আমি বেড়িবাঁধের ১০টি গাছ ক্রয় করছি। ২টি কেটে নেওয়ার পর আমি অসুস্থ থাকায় বাকিগুলো কাটতে আসিনি। ২৫ নভেম্বর (শুক্রবার) গাছগুলো কাটা শুরু করি। পরদিন শনিবার সকালে স্থানীয়রা এসে আমাকে জানান, এগুলো সরকারি গাছ। পরে কাটা গাছ ফেলে রেখে চলে যাই। বিষয়টি চেয়ারম্যানকে জানাই।’

বড়ইয়া এলাকার আশ্রব আলী, আব্দুল মন্নান খান, সুলতান মিয়া জানান, সুরু চেয়ারম্যান কয়েক মাস আগে গাছ ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছে চল্লিশকাহনিয়া বেড়িবাঁধ এলাকার বেশ কিছু গাছ বিক্রি করেছেন। ওই সময় জাহাঙ্গীর কিছু গাছ কেটে নিয়েছেন। বাকি গাছগুলো জাহাঙ্গীর তাঁর এক সহযোগীকে নিয়ে গত শুক্রবার থেকে কাটতে শুরু করেন। কিন্তু স্থানীয়দের বাধায় গাছকাটা বন্ধ করে চলে যান জাহাঙ্গীর।

অভিযুক্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু মিয়া বলেন, ‘জায়গা আমার, গাছও আমার। কাটা আকাশমনি গাছ আমি রোপণ করেছিলাম। ছয়-সাত মাস আগে গাছগুলো বিক্রি করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত