Ajker Patrika

ট্রলারে সিলিন্ডার ফেটে ১২ জেলে দগ্ধ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩: ৪৪
ট্রলারে সিলিন্ডার ফেটে ১২ জেলে দগ্ধ

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগর থেকে মাছ ধরে ফেরার পথে একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার অলি পাড়া ঘাটের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের আক্তার কোম্পানির মালিকানাধীন একটি ট্রলার গভীর সাগর থেকে মাছ ধরে ফিরছিল। ট্রলারে রাতের খাবার রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় ট্রলারটিতে আগুন ধরে যায়। ট্রলারে থাকা ২১ জনের মধ্যে ১২ জন দগ্ধ হন। বাকিরা সাগরে ঝাঁপ দেন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জেলেদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ৮ জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

আহতদের মধ্যে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মো. জিসাত (২৪), দক্ষিণ ধুরুং মো. মিনহাজ (১৭), একই এলাকার মো. রাকিব (২০), মো. সাইফুল (৪৮) ও মো. মামুন (২০)। বাকিদের নাম জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ট্রলারে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত