Ajker Patrika

মা-বাবার কোলে ফিরল বাক্প্রতিবন্ধী শিশুটি

নকলা (শেরপুর) প্রতিনিধি
মা-বাবার কোলে ফিরল বাক্প্রতিবন্ধী শিশুটি

নিখোঁজ বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু বীণা আক্তারকে (৮) পরিবারের কাছে হস্তান্তর করেছে শেরপুরের নালিতাবাড়ী থানার পুলিশ। গত শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বীণার বাড়ি শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে বীণা বাড়ি থেকে নিখোঁজ হয়। তারপর থেকে পথচারী ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে বীণার মা-বাবা খুঁজতে খুঁজতে দুপুরে জামালপুর জেলা শহরের আদালত পাড়ায় পৌঁছায়। সেখানে  উপস্থিত লোকজনকে বীণার ছবি দেখালে তাঁরা জানায় একজন পাগলের সঙ্গে এমন একটি মেয়েকে দেখা গেছে।  পরে বুধবার সকালে বীণার মা-বাবা তাকে খুঁজতে নয়ননগর দরবার শরিফে গিয়ে জামানকে (৬২) পায় এবং বীণার সন্ধান দাবি করেন। এ সময় জামান জানায় মেয়েটির মা-বাবাকে খুঁজে বের করে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য রাতে তিনি নকলা পৌরশহরে গিয়েছিলেন; কিন্তু রাতে জালালপুর ব্র্যাক অফিসের সামনে মেয়েটিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে তাকে আর পাওয়া যায়নি। পরে বীণার মা-বাবা দুপুরের দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জামানকে ধরে নকলা থানায় সোপর্দ করে বিস্তারিত পুলিশকে জানায়। পরে নকলা থানা-পুলিশ এই মর্মে একটি সাধারণ ডায়েরি করে জামানকে জামালপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

 শুক্রবার রাতে প্রতিবন্ধী ওই শিশুকে নালিতাবাড়ী শহরে ঘোরাঘুরি করতে দেখে তাঁর বাবা আনোয়ার হোসেন ও নালিতাবাড়ী থানার পুলিশকে জানায় এলাকাবাসী।

পরে নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন ‘গত শুক্রবার রাতে পৌরশহরের কিছু লোক শিশু বীণাকে ঘোরাঘুরি করতে দেখে আমাদের জানায়। ওই রাতেই তাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত