Ajker Patrika

মদপানের অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১: ০২
মদপানের অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

মানিকগঞ্জের শিবালয়ে অশ্লীল নৃত্য আয়োজন, মাদকসেবন ও উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বাগজান গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহাদেবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদ (৩২), স্থানীয় বাসিন্দা সুমন মোল্লা (২০), জীবন মিয়া (২০), নাসির উদ্দিন (৩৫), সোলায়মান মিয়া (২০)। এ সময় দুই কিশোরীসহ তি নৃত্যশিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বাগজান গ্রামের পরিত্যক্ত ভিটায় অনুষ্ঠান আয়োজনের নামে অশ্লীল নৃত্য ও মদপানের আসর বসান কাউছার ও তাঁর সহযোগীরা। এ সময় ডেকসেটে উচ্চ শব্দে গান বালে এইচএসসি পরীক্ষার্থীসহ এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করলে পলিুশ আটজনকে গ্রেপ্তার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, গ্রেপ্তার আটজনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এসব আয়োজনের পেছনে স্থানীয় কয়েক জন জনপ্রতিনিধির হাত রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত