Ajker Patrika

৮ দফা দাবিতে দলিতদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭: ০৫
৮ দফা দাবিতে দলিতদের মানববন্ধন

জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ, সদস্য মন্টু কুমার দাশ, সাতক্ষীরা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, বেদে কমিটির সভাপতি আকবর আলী, দলিত নেতা উজ্জ্বল দাশ প্রমুখ। এ সময় দলিত জনগোষ্ঠীর অর্ধশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন, জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বরাদ্দ বৃদ্ধিসহ ৮ দফা অতিদ্রুত বাস্তবায়নের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত