Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩: ৫৫
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে হঠাৎ বেড়ে গেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। স্থানীয় বড় ভাইদের ছত্রচ্ছায়া আর আধিপত্য বিস্তার নিয়ে গতকাল রোববার দুপুরে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তবে কী কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রতিদিনই স্কুল ছুটি হওয়ার পর আধিপত্য বিস্তার নিয়ে এসব সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে একই কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে অভিভাবকেরা অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে নানান মন্তব্য করেন অনেকে। রাসেল আহমেদ নামের একজন লিখেন, ভিডিও ফুটেজ দেখে এদের আইনে আওতায় আনা জরুরি। বোরহান চৌধুরী নামের একজন লিখেন, বিষয়টা খুবই দুঃখজনক। নজরুল ইসলাম লিখেন, কিশোরদের জন্য একটি নতুন আইন প্রণয়ন করা দরকার। মোজাম্মেল চৌধুরী লিখেন, এসব ঘটনায় প্রতিদিন আতঙ্কিত হয়ে পড়ে পথচারীরা। তিনি এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. রহুল আমিন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষ পালিয়ে যায়। তবে তাদের সংঘর্ষের কারণ জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত