Ajker Patrika

আওয়ামী লীগ ও স্বতন্ত্র সমান-সমান

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০: ১৮
আওয়ামী লীগ ও স্বতন্ত্র  সমান-সমান

টাঙ্গাইলে অনুষ্ঠিত পঞ্চম ধাপের ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। অপরদিকে বিদ্রোহী ও স্বতন্ত্র মিলিয়ে বিজয়ী হয়েছেন ৭ জন। এর মধ্যে বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউপিতে জামানত হারিয়েছেন নৌকার প্রার্থী।

এ নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। দলীয় নেতা-কর্মীরা মনে করছেন, প্রার্থী বাছাইয়ে ত্যাগীদের মূল্যায়ন না করায় এমন বিপর্যয় ঘটেছে। গত বুধবার ৩ উপজেলার ১৩ ইউপিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ৬৮ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জানা গেছে, বাসাইল উপজেলার ৪ ইউপির মধ্যে ২টিতে নৌকা এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, যে ২টিতে আওয়ামী লীগ পরাজিত হয়েছেন, সেখানে যোগ্য ও ত্যাগী প্রার্থীকে মূল্যায়ন করা হয়নি। যে কারণে নৌকা প্রার্থীর পরাজয় হয়েছে।

এ উপজেলার হাবলা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. খোরশেদ, কাউলজানীতে আওয়ামী লীগের আতাউল গণি হাবিব, কাঞ্চনপুরে স্বতন্ত্র প্রার্থী শামিম আল মামুন, ফুলকীতে স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম বিজয়ী হয়েছেন।

অপরদিকে মির্জাপুর উপজেলায়ও আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। ৮ ইউপির মধ্যে ৩টিতে নৌকা বিজয়ী হয়েছে। আর ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ নিয়ে উপজেলাজুড়ে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মহেড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিভাস সরকার, জামুর্কীতে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা ডি এ মতিন, আনাইতারা ইউপিতে আওয়ামী লীগ বিদ্রোহী আবু হেনা মোস্তফা কামাল, বানাইলে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন (ঘোড়া), উয়ার্শী ইউপিতে আওয়ামী লীগের মাহাবুব আলম, ভাতগ্রামে স্বতন্ত্র প্রার্থী আজাহারুল ইসলাম, গোড়াই ইউপিতে আওয়ামী লীগের হুমায়ূন কবীর এবং বাঁশতৈল আওয়ামী লীগের বিদ্রোহী হেলাল দেওয়ান বিজয়ী হয়েছেন।

পরাজয়ের বিষয়ে ফুলকী ইউপির আওয়ামী লীগের প্রার্থী আব্দুল করিম তালুকদার বলেন, ‘দলের নেতা-কর্মীদের অধিকাংশ আমার পক্ষে দিন-রাত কাজ করেছেন। তবে একটি অংশ গোপনে নৌকার বিরুদ্ধে কাজ করায় আমার পরাজয় হয়েছে।’

আর নির্বাচনে জামানত হারানো উপজেলার কাঞ্চনপুর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাকিব খান শাহীন বলেন, ‘নির্বাচনে কারচুপি করে আমাকে হারানো হয়েছে।’

এ বিষয়ে বাসাইল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম শামছুল আলম বলেন, ‘প্রার্থী বাছাইয়ে সিদ্ধান্তহীনতার কারণে ফুলকী ও কাঞ্চনপুর ইউপিতে এমনটা হয়েছে। এদিকে কাঞ্চনপুর ইউপিতে নতুন একজনকে মনোনয়ন দেওয়ায় ইউনিয়নের নেতা-কর্মীরা তাঁর পক্ষে জোরালো ভূমিকা রাখেননি বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরিফ মাহমুদ জানান, প্রার্থী বাছাইয়ে অনিয়মের কারণে এ পরাজয় ঘটেছে। তৃণমূল থেকে সুপারিশ করে প্রার্থীদের যে নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছিল, সে অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়নি। যদি তৃণমূল থেকে সুপারিশকৃত প্রার্থীদের মনোনয়ন দিলে এ ফল বিপর্যয় ঘটত না।

এ ছাড়া ঘাটাইলের জামুরিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম খান বিজয়ী হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত