Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তির ডাকে ঝাঁপিয়ে পড়ুন

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ০৮
খালেদা জিয়ার মুক্তির ডাকে ঝাঁপিয়ে পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখেছি খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে। এটা আজ হোক কাল হোক বেরিয়ে আসবে। এটি প্রমাণ হয়ে যাওয়ার ভয়ে সরকার তাকে বিদেশে যেতে দিতে চায় না। খালেদা জিয়াকে মুক্ত করতে ডাক আসলে ঝাঁপিয়ে পড়তে হবে।’ শুক্রবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এসব কথা বলেন।

বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। মির্জা আব্বাস আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, দেশ কারও কাছে ইজারা দিইনি। সরকার চোখেও দেখে না, কানেও শুনে না। অবৈধ সরকার জনগণের ভোটে আসতে পারবে না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে বলেন, আসেন ভোটের মাঠে কথা হবে। খালেদা-তারেককে নিয়ে কিসের ভয়। পুলিশ প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারবেন না।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা দেওয়ার দাবিতে অনুষ্ঠিত সমাবেশের বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মো. শাজাহন ওমর (বীর উত্তম) বলেন ‘তিনি কানের চিকিৎসায় বিদেশে যান। তার কাছে দাবি তুলে কি লাভ। ষড়যন্ত্র আপনার দলেই চলছে।’

বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, ‘খালেদা জিয়া বরিশালে ১২০০ কোটি টাকার উন্নয়ন করেছে। অথচ এখন এখানে কোনো অনুদান নেই। দেশের মানুষের মত প্রকাশে বাধা দিচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার হাফ পাশ মেনে নেয়।’

বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন তার বক্তব্যে সমাবেশে বাধা সৃষ্টির অভিযোগ করেন।

বিভাগীয় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম টিপু, নাজিম উদ্দিন আলম, মনির হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, আবুল হোসেন প্রমুখ।

এর আগে জুমার নামাজের পরপরই বরিশাল জিলা স্কুল মাঠে নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...