Ajker Patrika

চালক পান খাওয়ায় ব্যস্ত, উল্টে গেল বাস

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ৪১
চালক পান খাওয়ায় ব্যস্ত, উল্টে গেল বাস

বাস চলছে দ্রুতগতিতে। এমন সময় চালক স্টিয়ারিং থেকে হাত সরিয়ে ব্যস্ত হলেন পান মুখে দিতে। তাঁর এক হাতে পান, আরেক হাতে চুন। হঠাৎ সামনে পড়ে যায় একটি ট্রাক। পাশ কাটাতে চেষ্টা করে ব্যর্থ হন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় মহাসড়কে। তবে যাত্রীদের কারও প্রাণহানি হয়নি। আহত হয়েছেন কয়েকজন।

গতকাল সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় ঘটে এই দুর্ঘটনা। কারণ হিসেবে উপরের বর্ণনাই দিলেন বাসটির এক যাত্রী।

বাসযাত্রী রুলি বেগম বলেন, হানিফ পরিবহনের বাসে বগুড়া থেকে ঢাকা যাচ্ছিলাম। ১৫-২০ জনের মতো যাত্রী ছিল। আমি চালকের পাশেই বসেছিলাম। অনেক গতিতে চলা অবস্থায় চালক এক হাতে পান আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছিলেন। এ সময় সামনে ট্রাক এসে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এদিকে মহাসড়কের মধ্যখানে বাসটি উল্টে যাওয়ায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদো সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বাসটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পৌলী এলাকায় উল্টে যায়। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হন। বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত