Ajker Patrika

পলিথিনে মোড়ানো কাটা পা উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ২৩
পলিথিনে মোড়ানো কাটা পা উদ্ধার

ঢাকার সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পা-টি উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় সরকার মার্কেটে ঢাকামুখী লেনের পাশে ময়লার স্তূপে গোড়ালি থেকে কাটা পা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান। খবর পেয়ে পা-টি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক সুরতহালে দেখা যায় পা-টি গোড়ালি থেকে কাটা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন পুরুষের পা।

এসআই ইকবাল বলেন, আশপাশের এলাকায় অঙ্গহানি হয়েছে-এমন ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া ডিএনএ টেস্টের জন্য এটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ডিএনএ প্রতিবেদন এলে পরবর্তী তদন্তের কাজ শুরু হবে। পা-টি কার, তা এখনই বলার কোনো সুযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত