Ajker Patrika

বিল ইজারার অভিযোগ অস্বীকার শিক্ষকের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫: ০৯
বিল ইজারার অভিযোগ অস্বীকার শিক্ষকের

নওগাঁর মান্দায় মৎস্যজীবী সেজে শিশুগাড়ি বিল ইজারা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রায়হান কবির নামের এক শিক্ষক। তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও কল্পকাহিনি সাজিয়ে বিভিন্নভাবে হেনস্তার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন মৎস্যজীবী সমিতির এক নেতা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাঁঠালতলি মোড়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

শিক্ষক রায়হান কবির উপজেলার চকদেবীরাম গ্রামের বাসিন্দা ও রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুগাড়ি বিল ইজারার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হলে চকদেবীরাম মৎস্যজীবী সমবায় সমিতি ও চেরাগপুর মৎস্যজীবী সমবায় সমিতি দরপত্র দাখিল করে। বিলটি ইজারা নেওয়ার জন্য মৎস্যজীবী সেজে তিনি আবেদন করেছেন এমন অভিযোগ এনে অপপ্রচারে লিপ্ত হন চকদেবীরাম মৎস্যজীবী সমিতির নেতা ওহিদুল ইসলাম।

শিক্ষক রায়হান কবির দাবি করেন, তিনি মৎস্যজীবী নন, মৎস্যজীবীদের কোনো সমিতির সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতা নেই। সরকারি জলমহাল ইজারা নিতে নীতিমালার আলোকে মৎস্যজীবী সমিতির সভাপতি কিংবা সাধারণ সম্পাদকেরা দরপত্র দাখিল করতে পারেন, অন্য কেউ নন। অথচ তাঁর বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে মৎস্যজীবীদের ওই নেতা গত রোববার রামনগর এলাকায় মানববন্ধনের আয়োজন করে তাঁকে হেনস্তা করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক রায়হান কবিরের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আরও বক্তব্য দেন চকদেবীরাম গ্রামের আব্দুল হামিদ ও আবু তালেব, চকভোলাই গ্রামের সাজ্জাদ আহমেদ ও হজরত আলী।

এ প্রসঙ্গে চকদেবীরাম মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ওহিদুল ইসলাম বলেন, শিশুগাড়ি বিল ইজারা নেওয়ার জন্য শিক্ষক রায়হান কবির চেরাগপুর মৎস্যজীবী সমিতির উপদেষ্টা সেজে দরপত্র দাখিল করেন। বিষয়টি জানার পর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে শিক্ষক রায়হান কবির চেরাগপুর সমিতির উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। বিল ইজারা নেওয়ার বিষয়ে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

শহিদুল আলমদের কনসেন্সসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত