Ajker Patrika

আ.লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান

ফুলবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭: ১৩
আ.লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান

ফুলবাড়িয়া উপজেলার ৩ নম্বর কুশমাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। গতকাল মঙ্গলবার দুটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে কুশমাইলের কেন্দ্রে মো. আবদুল বাতেন পুলু চশমা প্রতীক নিয়ে জয় পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মো. শামছুল হক।

গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে ফুলবাড়িয়ার ১২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এদিন দুটি কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়েছিল। কুশমাইলের নিউগী কুশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, গুলি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ চারজন আহত হন। দুপুরে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে আছিম-পাটুলী ইউপির জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ মুহূর্তে হামলা চালিয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মাসুদ রানাকে মারধর করা হয়। এ সময় অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

মঙ্গলবার আছিম পাটুলী ইউপিতে সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যের ভোটগ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত